The King of cricket Virat Kohli Birthday | কোহলির জন্মদিনের শুভেচ্ছা বার্তা

The King of cricket Virat Kohli Birthday | কোহলির জন্মদিনের শুভেচ্ছা বার্তা 

কোহলি দেশ থেকে শুরু করে বিদেশে ও এই নামটি জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভারী দায় । ক্রিকেট প্রেমীদের কাছে যিনি হয়ে উঠেছেন ভগবান সমতুল্য। এক কথায় তিনি একজন লিজেন্ড।

2022 - এর T- 20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ থেকে তার অনবদ্য পারফরম্যান্স সকল দেশবাসীর মন জয় করেছে। সেটা  প্রথম ম্যাচ পাকিস্তানের থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিও কোহলির হাত ধরেই জয়লাভ করেছে।

আজ 5 th November, রাত বারোটার কাঁটা পার হতে না হতেই শুভেচ্ছায় ভাসছেন সকলে।।অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট বিশ্ব সদ্য চৌত্রিশে পা দেওয়া বিরাটকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে অন্যান্য খেলোয়াড়। ১৯৮৮ সালে 5 th November দিল্লি শহরে জন্ম হয় এই লেজেন্ডের।


আজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে তার ভক্তরা একাধিক শুভেচ্ছা বার্তায় রীতিমত ঝড় তুলেছে। জন্মদিন নিয়ে ভক্তরা যে কতটা মাতামাতি করছে সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা  আর বলার অবকাশ রাখেনা।
ভক্তদের পাশাপাশি ভারতের জাতীয় দলের সকল খেলোয়াড় ও প্রাক্তন খেলোয়াড়রা সকলেই তাকে শুভেচ্ছা জানিয়ে একাধিক পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ।
বলিউডের পাশাপাশি বর্তমান সময়ে ক্রিকেট জগতের গসিপ নিয়েও রীতিমতো সোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। চলুন তবে দেখে নেওয়া যাক আজ জন্মদিন উপলক্ষে কে কি পোস্ট করল বিরাট কোহলি কে নিয়ে ।
প্রথমেই যার কথা বলতেই হয় , তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে বিরাট কোহলি এবং মাঠের বাইরের বিরাট কোহলির মধ্যে অনেক পার্থক্য আছে, বিরাট কে সর্বদাই তার সিনিয়র খেলোয়াড়দের সম্মান করতে দেখা যায় ও জুনিয়ারদের সর্বদাই সাহায্য করে থাকেন তিনি।বিরাট কোহলি তার ক্রিকেট ক্যারিয়ারে দুইজনকে তার প্রিয় বন্ধু হিসেবে ভাবেন, দুজনের মধ্যে একজন হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  আজ ৫ ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে ধোনি কোহলিকে জন্মদিনের   শুভেচ্ছা বার্তা পাঠান। কোলি এবং ধোনির এই বন্ধুত্বটাকে তাদের ফ্যানসরা বেশ পছন্দ করে।
ধোনির পরে ভারতে প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় গৌতম গম্ভীর ও বিরাট কোহলি কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠায়। তবে ধোনির মতো গম্ভীরের সাথে বিরাটের সম্পর্কটা সেরকম মধুর কোনদিনই ছিল না। তবে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কি আর  বাদ যায়,5 ই নভেম্বর গম্ভীরের লেখা বার্তাটিতে লেখা ছিল যে,  'বড় ইনিংস খেলার সময় বিরাট যেমন পরিস্থিতি অনুযায়ী ইনিংসের হাল ধরে রাখতে পারে, তেমনই আবার আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারে। এইভাবে ব্যাটিংয়ের ধরন বদলাতে গেলে দক্ষতা দরকার হয়। খুব কম খেলোয়াড়েরই একসঙ্গে উইকেটে টিকে থাকা এবং আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা আছে। কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বাবর আজমদের মধ্যে সেই ক্ষমতা নেই। বিরাটের সেই দক্ষতা আছে।'
গম্ভীরের এর পর শেখর  ধাওয়ান ও  এই স্পেশাল মুহূর্তে বিরাটের সঙ্গে মজার সেলফি শেয়ার করেছেন গব্বর। ছবিটি কোনও একটি ম্যাচ জেতার পর। শিখর লেখেন, “তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভগবান তোমায় সাফল্য এবং খুশিতে ভরিয়ে দিক।”
যুবরাজের সঙ্গে বিরাটের সম্পর্ক কারও অজানা নয়। সেই যুবি পাজি লিখলেন, “এমন একজন কিংবদন্তিকে শুভেচ্ছা জানাই যে কখনও না বলায় বিশ্বাস করেন না। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে তা কঠোর পরিশ্রম, নিষ্ঠার ফসল। আরও এগিয়ে যাও। বিশ্বকাপ ফিরিয়ে নিয়ে এসো। তোমাকে অঢেল ভালোবাসা।” যুবরাজের এই পোস্টটি ভক্তদের মাতিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। এছাড়াও রাইনা ও কোলির মধ্যেও সম্পর্ক যথেষ্ট ভালো, ফলে শনিবার সকালে রায়না তার ইনস্টাগ্রাম পোস্টে কোলির জন্য জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। সেই বার্তা তে তিনি লিখেন যে,জন্মদিনের হার্দিক শুভকামনা জানাই ব্রাদার। সাফল্য, সুস্বাস্থ্য এবং আগামী বছরগুলিতে আরও অনেক সেঞ্চুরি কামনা করি। এভাবেই এগিয়ে যেতে যাও এবং হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে করতে থাকো। তোমার দিন খুব ভালোভাবে কাটুক চ্যাম্পিয়ন।
তাছাড়াও বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ তথা 'ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার' এবি ডি ভিলিয়ার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো মেসেজ শেয়ার করে বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 
শনিবার তথা আজ বিরাট কোহলির জন্মদিন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ব্যস্ত ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তার মাঝেই ছোট করে পালন করা হল কোহলির জন্মদিন। কী ভাবে পালিত হল, সেটাই জানালেন রবিচন্দ্রন অশ্বিন। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, গোটা দলের সঙ্গে কেক কেটেই কোহলির জন্মদিন পালন করা হয়েছে।

এ দিন সাংবাদিক বৈঠকে এসে অশ্বিন বলেছেন, “আমরা একটা কেক এনেছিলাম। ঋষভ পন্থই এনেছিল। অনুশীলনে আসার আগে কেক কেটে ওর জন্মদিন পালন করলাম।” অশ্বিন এ কথা বলার কিছু ক্ষণ পরেই বোর্ডের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে কোহলিকে বাকি খেলোয়ারদের সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে। কোহলির বাঁ দিকে ছিলেন মনোবিদ প্যাডি আপটন। ডান দিকে যুজবেন্দ্র চহাল, মহম্মদ সিরাজ, হর্ষল পটেল-সহ বাকি খেলোয়ারা।
কোহলির জন্মদিনের শুভেচ্ছা বার্তা 


তবে কিছুর পরেও যেন একটা কমতি থেকেই যাচ্ছে। তার কারণ হলো, অন্যান্য বার বিদেশ সফর থাকলেই কোহলির সঙ্গে থাকেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। সম্প্রতি মেয়ে ভামিকাও মায়ের সাথে দেখা যায়। এ বার অনুষ্কা দেশেই রয়েছেন।সম্প্রতি কলকাতায়  শুটিং করে গিয়েছেন। ফলে বিশ্বকাপে কোহলিকে স্ত্রী এবং মেয়েকে ছাড়া থাকতে হচ্ছে একাই। এর মূল কারণ হলো অভিনেত্রী যেমন তার সাম্প্রতিক সিনেমা চাকদা এক্সপ্রেস নিয়ে ব্যস্ত তেমনি প্রাক্তন অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও T-20  বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। তাই জন্মদিন নিয়ে বাড়াবাড়ি করতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আপাতত সকল খেলোয়াড়দের মতোই কোহলিরও ফোকাস সেই দিকেই। 

তবে এত কাজের ফাকেও  নিজের প্রাণপ্রিয় ভালোবাসার জন্মদিন এর শুভেচ্ছা জানাতে একটুও কমতি রাখেনি অভিনেত্রী। শনিবার সকাল সকাল তার ইনস্টাগ্রাম আইডিতে কোহলির কিছু ছবি পোস্ট করে তার নিচে অভিনেত্রী লিখেন যে , “আজ তোমার জন্মদিন প্রিয়, অবশ্যই তোমার সবচেয়ে ভাল মুহূর্তের ছবি এই পোস্টে রাখলাম,যে কোনও পরিস্থিতিতে তোমায় ভালবাসি। চিরদিন বাসব।”
পরিশেষে একজন ফ্যানস হিসেবে একথাই বলবো যে, এগিয়ে যাও king 👑 , তোমার মতো একজন খেলোয়ার পেয়ে সত্যিই আমরা ধন্য। তোমার হাত ধরে এখনো অনেক জয়লাভ বাকি ভারতের। ভালো থাকবেন The king কোহলি ।

Post a Comment

0 Comments