Ms Dhoni New Look: মাহিকে প্রস্তাব Badman-গুলশন গ্রোভারের

ক্রিক - বাংলা ডেক্স(Cric Bangla) :-  ধোনি নামটা আজ জানেনা এমন কেউ বোধহয় পৃথিবীতে নেই। সেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়া লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা সোশাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট দ্রুততার সাথে ভাইরাল হয়ে গিয়েছে তার ছবি। গোটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর আইপিএলের টিম চেন্নাই সুপার কিংস দলের এই তারকা অধিনায়ক সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব নিজের দুরত্ব বজায় রাখতে চান। এবং সরে থাকতে চান সকল সোশ্যাল মিডিয়া থেকে । কিন্তু, সে তো আর সাধারণ মানুষ নয়। সে হচ্ছে ধনী যার এক নাম গোটা ক্রিকেটপ্রেমীদের মন উচ্ছ্বাসে ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বারংবার সরে যেতে চাইলেও ধোনির জনপ্রিয়তা বারবার তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে টেনে আনে। সম্প্রতি কিছুদিন আগেই  মাহি তাঁর নয়া হেয়ার স্টাইলের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা অত্যন্ত দ্রুততার সাথে ঝড়ের গতিতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
Ms Dhoni New Look



ধোনির চুলের এই নয়া হেয়ার স্টাইল এর ছবি দেখে দেশের প্রখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় ধোনির সেই ছবি ফের শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই ধোনি সমর্থকেরা তাতে ঝড়ের গতিতে কমেন্ট করতে শুরু করেন। ক্রিকেট থেকে আপাতত দুরে থাকলেও, মহেন্দ্র সিং ধোনি তাঁর বাণিজ্যিক চুক্তি অর্থাৎ তার দায়িত্ব তিনি যথার্থ অক্ষরে অক্ষরে পালন করছেন। আগামী মাসেই আবারও তাঁকে ২২ গজের যুদ্ধে দেখতে পাওয়া যাবে বলে এমনটাই জানা যায়। কারণ ইতিমধ্যেই সূত্রের খবর অনুযায়ী জানা যায় দেশে করুণার প্রকপের ফলে ২০২১ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আরব আমিরশাহীতে আয়োজন করা হবে বলে জানায় বিসিসিআই।
Ms Dhoni New Look

তবে এইবার শুধু গোটা দেশের ক্রিকেট সমর্থকেরাই নন, তার পাশাপাশি বলিউড অভিনেতা গুলশন গ্রোভারও ধোনির এই নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্য করেছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের উদ্দেশ্যে তিনি একটি হাস্যকর মেসেজও পোস্ট করেছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ধোনি যেন কোনও হিন্দি সিনেমায় খলনায়কের চরিত্র গ্রহণ না করেন। কারণ সেক্ষেত্রে তাঁর অন্ন সংস্থানে সংকট দেখা দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করে তিনি লিখেছেন, 'মাহি ভাই অসাধারণ লুক! দয়া করে আপনি কোনও বলিউড সিনেমার খলনায়কের চরিত্র গ্রহণ করবেন না। তাহলে আমাদের মত অনেক অভিনেতাদের অন্ন সংস্থানে বড় সংকট তৈরি হবে। ইতিমধ্যে আমার আরও তিন প্রিয় ভাই সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি এবং জ্যাকি শ্রফ আমাকে হাসি মুখে এই বলিউডের লড়াই থেকে দুরে সরিয়ে দিয়েছে। আলিম, ব্যাডম্যান এবার তোমার কাছে আসছে।
Ms Dhoni New Look


তবে সব কিছুর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি আইপিএল খেলে যাচ্ছেন এখনো পর্যন্ত। আগামী সেপ্টেম্বর মাস থেকে আবারও দেশে করোনা পরিস্থিতির কারণে ফের আরব আমিরশাহীতে শুরু হবে চলতি বছর আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ এবং হলুদবাহিনীকে প্রতিবারের মতো এবারও ধোনি নেতৃত্ব দেবেন। বর্তমানে ধোনির চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার হলুদ বাহিনী আশা করেছিল, প্লে অফে সহজেই জায়গা করে নিতে পারবে চেন্নাই সুপার কিংস।
কিন্তু একথা তো সকলেরই জানা যে ,চলতি বছরের অগাস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেইসঙ্গে ১৫ বছরের ক্রিকেটে তার ক্যারিয়ার তিনি ইতি টেনে দেন। যা তার অনেক ভক্তরায় মেনে নিতে পারেনি।এ বিষয়ে কোনও সন্দেহই নেই যে ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক মধ্যে স্বর্ণাক্ষরে একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। আইসিসি'র তিনটে প্রধান ট্রফিই তিনি নিজের নামে করেছেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি ও প্রতিটি তিনি ভারতীয় দলের হয়ে জিতেছেন।

Post a Comment

0 Comments