Ms Dhoni New Look |
ধোনির চুলের এই নয়া হেয়ার স্টাইল এর ছবি দেখে দেশের প্রখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় ধোনির সেই ছবি ফের শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই ধোনি সমর্থকেরা তাতে ঝড়ের গতিতে কমেন্ট করতে শুরু করেন। ক্রিকেট থেকে আপাতত দুরে থাকলেও, মহেন্দ্র সিং ধোনি তাঁর বাণিজ্যিক চুক্তি অর্থাৎ তার দায়িত্ব তিনি যথার্থ অক্ষরে অক্ষরে পালন করছেন। আগামী মাসেই আবারও তাঁকে ২২ গজের যুদ্ধে দেখতে পাওয়া যাবে বলে এমনটাই জানা যায়। কারণ ইতিমধ্যেই সূত্রের খবর অনুযায়ী জানা যায় দেশে করুণার প্রকপের ফলে ২০২১ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আরব আমিরশাহীতে আয়োজন করা হবে বলে জানায় বিসিসিআই।
Ms Dhoni New Look
তবে এইবার শুধু গোটা দেশের ক্রিকেট সমর্থকেরাই নন, তার পাশাপাশি বলিউড অভিনেতা গুলশন গ্রোভারও ধোনির এই নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্য করেছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের উদ্দেশ্যে তিনি একটি হাস্যকর মেসেজও পোস্ট করেছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ধোনি যেন কোনও হিন্দি সিনেমায় খলনায়কের চরিত্র গ্রহণ না করেন। কারণ সেক্ষেত্রে তাঁর অন্ন সংস্থানে সংকট দেখা দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করে তিনি লিখেছেন, 'মাহি ভাই অসাধারণ লুক! দয়া করে আপনি কোনও বলিউড সিনেমার খলনায়কের চরিত্র গ্রহণ করবেন না। তাহলে আমাদের মত অনেক অভিনেতাদের অন্ন সংস্থানে বড় সংকট তৈরি হবে। ইতিমধ্যে আমার আরও তিন প্রিয় ভাই সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি এবং জ্যাকি শ্রফ আমাকে হাসি মুখে এই বলিউডের লড়াই থেকে দুরে সরিয়ে দিয়েছে। আলিম, ব্যাডম্যান এবার তোমার কাছে আসছে।
Mahi brother @msdhoni Superb look!Plz don’t accept any Don Roles,that will be mere dhande par laat😁Already 3 of my dearest Brothers @duttsanjay @SunielVShetty @bindasbhidu are doing this to get me out of business 😁. Aalim @AalimHakim Badman is coming for you 😀@HanspalShano pic.twitter.com/TntDWQ0lR4
— Gulshan Grover (@GulshanGroverGG) August 1, 2021
Ms Dhoni New Look
তবে সব কিছুর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি আইপিএল খেলে যাচ্ছেন এখনো পর্যন্ত। আগামী সেপ্টেম্বর মাস থেকে আবারও দেশে করোনা পরিস্থিতির কারণে ফের আরব আমিরশাহীতে শুরু হবে চলতি বছর আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ এবং হলুদবাহিনীকে প্রতিবারের মতো এবারও ধোনি নেতৃত্ব দেবেন। বর্তমানে ধোনির চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার হলুদ বাহিনী আশা করেছিল, প্লে অফে সহজেই জায়গা করে নিতে পারবে চেন্নাই সুপার কিংস।
কিন্তু একথা তো সকলেরই জানা যে ,চলতি বছরের অগাস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেইসঙ্গে ১৫ বছরের ক্রিকেটে তার ক্যারিয়ার তিনি ইতি টেনে দেন। যা তার অনেক ভক্তরায় মেনে নিতে পারেনি।এ বিষয়ে কোনও সন্দেহই নেই যে ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক মধ্যে স্বর্ণাক্ষরে একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। আইসিসি'র তিনটে প্রধান ট্রফিই তিনি নিজের নামে করেছেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি ও প্রতিটি তিনি ভারতীয় দলের হয়ে জিতেছেন।
0 Comments