IND vs ENG weather forecast for 1st test: টেস্টের আগে বৃষ্টির পূর্বাভাস,টেস্টের পিচ জেনে নিন?

ক্রিক বাংলা ডেস্ক(CricBangla):- (IND vs ENG) ইতিমধ্যেই ক্রিকেটের সবথেকে বড় খবর হলো bআগামী ৪ আগস্ট থেকে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হতে চলেছে। ইংল্যান্ড ও ভারত দুই দলের কাছেই এক বিরাট চ্যালেঞ্জ পূর্ণ ভূমিকা পালন করে এই সিরিজ।

IND vs ENG weather forecast for 1st test


এখনো পর্যন্ত টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণে পিচের প্রকৃতি 1 বিশাল ভূমিকা পালন এসেছে সর্বদায়। ট্রেন্ট ব্রিজের পিচ সাধারণত একটি ভাল ব্যাটিং উইকেট হয়। বোর্ডে প্রথম ইনিংসের বিশাল স্কোর করার জন্য টস জিতে দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে প্রতিটি দল। যা প্রতিটি দলের কাছেই ম্যাচ জেতার কেন্দ্র হয়ে উঠতে পারে।পেস বোলাররা সব সময় তাদের লাইন লেন্থ নিয়ে এই মাঠে তাদের টেকনিক ভালো কাজে আসে সর্বদাই। ম্যাচের তৃতীয় দিন থেকে পিচ পর্যাপ্ত রুক্ষ হয়ে আসায় স্পিনাররাও এক্ষেত্রে ভালো সুযোগ ও পান।

সংক্ষেপে একথাও বলা যায় যে, এটি প্রথমে ব্যাটিং বান্ধব পিচ যখন বোলারদের নিজেদেরকে প্রতিযোগিতায় রাখতে যথেষ্ট সহায়তা দেয়। বর্তমানে আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী,ইংল্যান্ড ও ভারতের মধ্যে যে নটিংহ্যামে প্রথম টেস্ট ম্যাচ হওয়ার কথা সেই ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস তেমন একটা সুখকর নয়। তবে আবহাওয়া বিদদের মতে একথাও জানা যায়, টেস্টের প্রথম দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।তবে পরবর্তী চার দিন ধরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথাও জানা যায়। 
IND vs ENG


গৃষ্মকাল এর এই সময়টায় এরকম আবহাওয়া নিতান্তই সাধারণ একটি ব্যাপার। এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস মোটেও অবাক করার মতো নয়। তবে এই টেস্ট ম্যাচের ফলাফলকে যাতে বৃষ্টি কোনভাবে প্রভাবিত না করে তেমনটাই চাইবেন দুই দলের খেলোয়াড় সহ বহু ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেটে যখন টেস্ট ক্রিকেটের কথা আসে তখন নির্বিশেষে একথা স্বীকার করা যায় যে, ইংল্যান্ড ও ভারত এই দুই দল একে অপরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে বেশ শক্তিশালী হয়ে ওঠে। তাই এই সিরিজটি বিরাট এবং গোটা ভারতীয় দলের জন্য সহজ হবে না। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের বিরতিতে আছেন ইংল্যান্ডের এক বিরাট তারকা অলরাউন্ডার বেন স্টোকস। 

IND vs ENG


ইতিমধ্যে জানা যায়, উক্ত ম্যাচে ইংল্যান্ড তার এক বিশিষ্ট অভিজ্ঞ প্লেয়ার ব্রেন স্ট্রোকে ছাড়াই এবার ইংল্যান্ড দল এই সিরিজে খেলবে। সর্বশেষ ২০১৮ সালে ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল টেস্ট সিরিজে ১-৪ ম্যাচের ব্যবধানে হেরে গিয়েছিল। এছাড়াও গত ২০১১ এবং ২০১৪ সালের সফরেও টেস্ট ম্যাচের দৃশ্য অনেকটা একই রকম ছিল, যেখানে সফরকারী তথা ইংল্যান্ডের কাছে ভারতীয় দল পরাজয়ের শিকার হয়েছিল। তবে এইবার এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের সূচনাও করবে এবং উভয় দলই নিজেদের দলকে বিজয় করার লক্ষ্যে নিয়ে যাওয়ার যথাযথ চেষ্টা করবে।

Post a Comment

0 Comments