world cup match fixing two cricketers were suspended by the icc for 8 years
ক্রিক - বাংলা ডেক্স(CricBangla) :- সংযুক্ত আরব আমিরশাহী তে ঘটা একটি ম্যাচের দরুন ভারতীয় বুকিদের থেকে টাকা নিয়ে ম্যাচ গড়াপেটা করার অভিযোগে নির্বাসিত করা হল সংযুক্ত আরব আমিরশাহির দুই ক্রিকেটারকে। ৮ বছর সমস্ত ক্রিকেটীয় বিষয় থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির দুই ক্রিকেটার আমির হায়াত এবং আশফাক আহমেদকে। সূত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার আইসিসির তরফে জানানো হয়েছে, আমিশাহির পেসার আমির হায়াত এবং ব্যাটসম্যান আশফাক আহমেদকে ফাইভ কাউন্টে দোষী সাব্যস্ত কর হয়েছে। যার শাস্তি হিসেবে তাঁদের ৮ বছরের জন্য ক্রিকেটীয় যাবতীয় বিষয় থেকে দূরে থাকতে হবে।world cup match fixing |
এমিরেটস ক্রিকেট বোর্ড আগে থেকেই নির্বাসিত করেছে আশফাককে। ঘটনাচক্রে যে দুই ক্রিকেটারকে আইসিসি নির্বাসনে পাঠিয়েছে তাঁরা দুজনেই পাকিস্তানের বংশোদ্ভূত। আর পাক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা একেবারেই নতুন নয়। এইরকম ঘটনা এর আগেও চোখে পড়েছে। আবার যাদের কাছ থেকে এঁরা ঘুষ নিয়েছিলেন তাঁরা আবার ভারতীয় বলে দাবি আইসিসির। সেদিক থেকে দেখতে গেল এই ফিক্সিং কাণ্ডে একইসঙ্গে এশিয়ার দুই শক্তিধর ক্রিকেট খেলিয়ে দেশের নাম জড়িয়ে গেল বলে জানানো হয়।
আমির ও আশফাকের বিরুদ্ধে যে পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তাঁর মধ্যে পড়ে অর্থ বা উপহার সামগ্রির বদলে ম্যাচের ফলাফলে প্রভাবিত করা, যাকে গড়াপেটা বলাই শ্রেয়। এছাড়া ক্রিকেট জুয়ার প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানো। এবং যে কোনও ধরণের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা অ্যান্টি কোরাপশন ইউনিটকে না জানানোর মতো যথেষ্ট গুরুতর অভিযোগও রয়েছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।
0 Comments