Troll Cricket Kane Williamson:WTC জেতার পর কেন Kohli-র কাঁধে মাথা রেখেছিলেন?

Troll Cricket Kane Williamson,Willamson opened his mouth about Virat Kohli

ক্রিক -বাংলা ডেক্স(CricBangla):- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC WTC Final) ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ের মুহূর্তের বহু ছবিই ভাইরাল হয়েছে। কিন্তু তাঁর মধ্যে যেটি সবচেয়ে বেশি মন কেড়েছে দর্শকদের তা হল ম্যাচ শেষে বিরাট কোহলিকে (Virat Kohli) কেন উইলিয়ামসনের (Kane Williamson) জড়িয়ে ধরার মুহূর্ত। শুধু জড়িয়ে ধরা নয়, দেখা গেল ভারতের (India) অধিনায়কের(King of cricket)কাঁধে মাথা রেখেছেন নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক। এই দৃশ্য মন ছুঁয়ে যায় দর্শকদের।
Troll Cricket Kane Williamson
Troll Cricket Kane Williamson


৩০ বছর বয়সি কেন উইলিয়ামসনের নেতৃত্বে এই ঐতিহাসিক ম্য়াচে নিউজিল্যান্ড আট উইকেটে এই ম্যাচে জয়লাভ করে। ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে'তে নিউজিল্যান্ড ১৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছি। রস টেলর জয়সূচক রানটা নেওয়ার পরেই কিউয়ি অধিনায়ক বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। এবং তা পুরো বিশ্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে।


Troll Cricket 
অবশেষে সেই অনাবিল মুহূর্ত প্রসঙ্গে মুখ খুললেন কেন উইলিয়ামসন।
সূত্রের খবর অনুযায়ী এক সাক্ষাৎকারে তিনি জানান,'ঐ মুহূর্তটা দারুণ ছিল। আমরা জানতাম, যেখানেই হোক, যে দেশের মাটিতেই হোক, ভারতের বিরুদ্ধে খেলা মানেই কঠিন লড়াই। ওঁরা প্রায় সমস্ত ফরম্যাটেই আমাদের গেমের মানদণ্ড স্থাপন করে দেয়।  উইলিয়ামসন সেই ফাইনাল ম্যাচের স্মৃতিতে ডুব দেন। এবং আরো বললেন, ভারতের বিরুদ্ধে খেলা মানেই যথেষ্ট চ্যালেঞ্জের  মুখে ফেলবে, সেটা খুব ভালো করেই জানতাম। তিনটে ফরম্যাটেই ওরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। ওদের দলের মধ্যে কতটা গভীরতা রয়েছে, সেটা ক্রিকেট খেলা দেখলেই বোঝা যায়।"এর মাধ্যমে ক্রিকেট সম্পর্কে তাঁদের জ্ঞান, দক্ষতা ও তাঁদের দেশে এর জনপ্রিয়তাই এর জানান দেয়।'

কিন্তু ফ্যানদের প্রত্যাশা মতোই উচ্ছ্বাসের পরিবর্তে কেন উইলিয়ামসন জড়িয়ে ধরলেন বিরাটকে? সে প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক একথাও জানান যে ,'বিরাট ও আমি একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা বন্ধু। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। আমরা সবসময় জানি যে এই সম্পর্ক সবকিছুর থেকেই বড়। সেদিন সত্যিই একটা দারুণ প্রতিযোগিতার সম্মুখীন হয় দুই দল। কঠিন লড়াইয়ে একে অপরের প্রতি আমরা সম্মান রেখে চলি। কেউ ট্রফি জেতে, কেউ জেতে না।'




বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররা প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের ২১৭ রানে আটকে রাখে। যদিও জবাবে কোহলি এবং তাঁর দল কিউয়ি ব্রিগেডকে ২৪৯ রানেই অলআউট করে দেয়। এরপর ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে আর চ্যালেঞ্জিং টার্গেট দিতে পারেনি। এবং দ্বিতীয় ইনিংসের সময় উইলিয়ামসনদের কাছে ১৭০ রানেই গুটিয়ে যায় ভারতীয় ক্রিকেট দল।

Willamson opened his mouth about Virat Kohli
কেন উইলিয়ামসন জানালেন, এই ম্য়াচে তাঁদের উপরে যথেষ্ট চাপ ছিল। এবং গোটা ম্যাচেই দুই দলের মধ্যে যথেষ্ট প্রতিযোগিতাও ছিল।তিনি বললেন, "দুটো দলই যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। ম্যাচ জেতার জন্য দুটো দলই যথেষ্ট চেষ্টা করেছে। আমি মনে করি, অন্তিম ফলাফলই সব কথা বলে দেয়। গোটা ম্যাচ জুড়ে মনে হয়েছিল আমরা যেন শাঁখের করাতের ওপর বসে রয়েছি। এটাকে সকলের সম্মান জানানো উচিত।""একটা কঠিন ম্যাচের শেষে দুটো দলই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তা ম্যাচের পর নতুন করে কিছু বলার অন্ত থাকে না। কোনও একটা দল ট্রফি হয়ত পেয়েছে, আর অপর দলের ভাগ্য হয়ত সঙ্গ দেয়নি।"

Troll Cricket Kane Williamson,Willamson opened his mouth about Virat Kohli

Post a Comment

0 Comments