Shubman Gill out of entire england test series-ডাকা হতে পারে Prithvi ও Devdutt কে
shubman gill out of entire england test series |
চোটের জন্য গিল যে বাদ পড়তে চলেছেন, তা আগে থেকেই জানা গিয়েছিল। এবার(shubman gill) গিলের খবর নিশ্চিত করলেন এক বিসিসিআই (BCCI) উচ্চপদস্থ আধিকারিকরা। এক সাক্ষৎকারের মাধ্যমে তিনি বলেন যে, “শুভমান গিল পুরো ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছে। তার পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে। কম করে অন্তত তিন মাস লাগবে গিলের পুরোপুরি সের উঠতে। টিমের প্রশাসনিক ম্যানেজার আরও দু'জন ওপেনারকে চেয়ে গত মাসের শেষেই বিসিসিআই-কে মেইল করেছিল বলে জানা যায়।" অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত টেস্ট অভিষেকের পরেই গিল টেস্ট টিমে মোটামুটি নিজের জায়গা পাকা করে ফেলেন ভারতীয় টিমে। টিম ম্যানেজমেন্টের সমর্থনও রয়েছে ২১ বছরের ক্রিকেটারের সঙ্গে। কিন্তু এই পরিস্থিতিতে গিলের আর খেলা সম্ভব নয়। ফলে দুর্ভাগ্যবশত তিনি ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন।
England test series
উত্তরের খবর অনুযায়ী এখনো পর্যন্ত মনে করা হচ্ছে শুভমান গিল এর বদলে ভারতীয় দলের অন্য দুজন তরুণ ক্রিকেটার যথা পৃথ্বী শ (Prithvi Shaw) ও দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) কে ইংল্যান্ডে পাঠানো হতে পারে। এই দুই ক্রিকেটারকে বিজয় হাজারে ট্রফি ও আইপিএলে দুরন্ত ফর্মে দেখা যায়। পৃথ্বী এখনো পর্যন্ত দেশের হয়ে পাঁচটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যান পাড়িক্কল এখনও দেশের হয়ে একটি ম্যাচও খেলেননি। পৃথ্বী ও পাড়িক্কল এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে সীমিত ওভারের ক্রিকেটে খেলার জন্য ডাক পেয়েছেন তাঁরা।
যদিও নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা জানিয়েছেন যে, তিনি বিসিসিআই তরফে এখনও পর্যন্ত কোনও মেইল পায়নি পৃথ্বী ও পাড়িক্কলকে ইংল্যান্ডে পাঠানোর ব্যাপারে। জানা যাচ্ছে যে, ২৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হলেই এই দুই ক্রিকেটার লন্ডনে যেতে পারেন, যদি তাঁরা ডাক পান। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁদের আগেই চাইবেন দলে। কারণ ডারহ্যামে বায়ো-বাবলে থাকার একটা ব্যাপারও রয়ে যাচ্ছে। গিলের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার জন্য ইংল্যান্ডে আছেন জোড়া ব্যাটসম্যান। কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের মধ্যে যে কোনও একজনকে নিয়েই টিম ম্যানেজমেন্ট এগিয়ে যেতে পারবে বলে আশা করছে। কিন্তু তাসত্ত্বেও কেন পৃথ্বী-পাড়িক্কলকে ডেকে পাঠানো হচ্ছে তাই নিয়ে সকল ক্রিকেটপ্রেমীদের মনে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে।
Shubman Gill out of entire england test series
0 Comments