Prithvi shaw girlfriend prachi singh ? পৃথ্বীর ব্যাটিং দেখে বিশেষ বার্তা, বাতাসে প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা

Prithvi shaw girlfriend prachi singh ?

ক্রিক - বাংলা ডেক্স (Cri Bangla):- ইতিমধ্যেই  শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের টি-টোয়েন্টি ম্যাচ মূলত বলা যায় একতরফা ভাবে জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। গোটা টি-টোয়েন্টি  ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া মোট ২৬২ রানের টার্গেট পূরণ করতে মাঠে নেমে  ৩৬.৪ ওভারইঈ চেজ করে ফেললেন ভারতের অধিনায়ক শিখর ধওয়ানের দল। ম্যাচে ধওয়ান ৮৬, ইশান কিশাণ ৫৯ ও পৃথ্বি শ ৩৪, মণীশ পাণ্ডে ২৬ ও সূর্যকুমার যাদব ৩১ রান সম্পূর্ণ করেছিলেন। এরই মধ্যে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে এসে ভারতের হয়ে ওপেনিংয় করেন পৃথ্বি শ। পৃথ্বী মাত্র ২৩ বলে ৪৩ রান করেন। সেই খেলার সুবাদে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন পৃথ্বি শ।
Prithvi shaw


মাঠে নামার সাথে সাথেই ব্যাট হাতে পৃথ্বির এমন পারফরম্যান্স  শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। পৃথ্বী কে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছে তার বান্ধবী  অভিনেত্রী প্রাচী সিং। যা ইতিমধ্যেই খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Prithvi shaw girlfriend?

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৪৩ রানের ঝড় তুলেছিলেন পৃথ্বী। এরমধ্যে উল্লেখযোগ্য ৯টি চোখ ধাঁধানো চার । ম্যাচের ভিত গড়ে দেওয়ার কারণেই তাকে ম্যাচের ম্যান দ্যা সিরিজ ঘোষণা ও করা হয়েছে। 

পৃথ্বির এই দুর্দান্ত পারফরমেন্স দেখে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার বান্ধবী প্রাচী সিং।ইনস্টাস্টোরিতে প্রাচী লিখেছেন যে,'আমি তোমার জন্য গর্বিত'। সঙ্গে একটি লাভ সাইনের ইমোজিও দিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সকলের মধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে।
Prithvi shaw girlfriend prachi singh ?


তবে অভিনেত্রী প্রাচীর সিংয়ের সঙ্গে পৃথ্বী শয়ের প্রেমের গুঞ্জন আজ নতুন নয়। জানা যায় ,আরব আমিরশাহিতে ২০১৯ আইপিএল থেকে তা প্রকাশ্যে সকলের সামনে আসে।
এছাড়াও পৃথ্বী ও প্রাচী সোশ্যাল মিডিয়া তাদের পোস্টে একে অপরের একাধিক কমেন্ট করে থাকেন । এমনকি রীতিমতো চলে ফ্লার্টও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাদের কমেন্ট বক্সেই তাদের একে অপরের প্রতি কমেন্ট যে অন্য ইঙ্গিত দিচ্ছে তা পরিষ্কার করে দেয় নেটিজেনদের কাছে।
শুধু কমেন্টই নয়, কমেন্ট এর পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে সমান তালে চ্যাটিং ও চলে প্রাচী সিং ও পৃথ্বী শ এর মধ্যে। ২০১৯ আইপিএলের সময় প্রাচী সিং তো সরাসরি একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে, তিনি পৃথ্বী শ-র হাসি মিস করছেন তিনি। এই সকল বিষয় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল, তা নিয়ে এদের দুজনের মধ্যে কি আছে তা আলাদা ভাবে বলার অবকাশ রাখে না।
Prithvi shaw,prachi singh 

বলিউডের হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেন প্রাচী সিং। মেগা সিরিয়ালের পাশাপাশি অনেক হিন্দি সিনেমাতেও কাজ করার কথা চলছে প্রাচীর।  মূলত এই অভিনেত্রী অভিনয়কেই নিজের কেরিয়ার বানাতে চান। মেগা সিরিয়ালের পাশাপাশি খু শীঘ্রই সিনেমাতেও কাজ করতে চলেছেন তিনি বলে জানা যায়। অভিনয় জগতে খুব অল্প সময়ের মধ্যেই অন্যান্য অভিনেত্রীদের সাথে সমান তালে অভিনয় জগতে নিজের নাম করেছেন প্রাচী। এর পাশাপাশি মডেলিং জগতেও বেশ নাম ডাক রয়েছে প্রাচী সিংয়ের।সোশ্যাল মিডিয়াতে ও বেশ অ্যাক্টিভ থাকেন প্রাচী। নিজের একাধিক বোল্ড ছবি ও ডান্সের ভিডিও ক্রমাগত শেয়ার করে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায়। এমনকি তার ফলোয়ারের সংখ্যাও খুব একটা কম নয় ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় তার যেকোনো ছবি শেয়ারের পরপরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং একাধিক লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে যায়।
 prachi singh 

তবে বর্তমানে পৃথ্বী শ ও প্রাচী সিংয়ের মধ্য়ে যে সম্পর্ক রয়েছে তা নিয়ে বেশ তোলপার নেট দুনিয়া। তাদের এই সকল পোস্ট ও কমেন্ট তাদের সম্পর্ক আছে কিনা তা নিয়ে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে থাকে, কিন্তু এখন এই দুজন ক্রিকেটার ও অভিনেত্রী সেলিব্রেটিরা কবে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করবেন তাই দেখ বার বিষয়।
CricBangla, Prithvi shaw girlfriend prachi singh ? Prithvi shaw, prachi singh

Post a Comment

0 Comments