Mithali Raj Creates A New Record Of Highest International Runs Across All Formats
ক্রিক বাংলা ডেক্স(CricBangla):- শনিবার মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটে ১০, ২৭৭ রান করে ফেললেন। এই মুহূর্তে যেটা গোটা বিশ্বের মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান। তবে পুরুষ, এবং মহিলা মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের এখনোও মালিক হলেন সচিন তেন্ডুলকরের। তিনি ৬৬৪টি ম্যাচ খেলে ৩৪,৩৫৭ রান করেছেন।মুকুটে যোগ হয়ে চলেছে একের পর এক পালক।ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতেই আপাতত সবথেকে বেশি রান রয়েছে। এই পরিসংখ্যানের দিক থেকে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শার্লোটি এডওয়ার্ডসকে ও টপকে যান। তবু এতটুকুতেই খিদে কমেনি বলে জানান ভারতীয় ক্রিকেটের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজের।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচে মিতালি এই রেকর্ড কায়েম করেছেন। গতকালের ম্যাচটা ছিল নেহাতই সম্মানরক্ষার। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল এটাকে একেবারেই হালকাভাবে নেয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২১৯ রান তুলেছিল। এরপর জয়ের জন্য ২২০ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল।ম্যাচের ২৩তম ওভারে ন্যাট শিভারের বলে দুরন্ত একটা বাউন্ডারি হাঁকিয়ে ভারতের এই বিখ্যাত ব্যাটসম্যান মিতালি রাজ নিজের কৃতিত্ব কায়েম করেন।
জানা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই একদিনের সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দল ইতিপূর্বে ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল।
শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মিতালি রাজ। সেই সঙ্গেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বের সফলতম অধিনায়কের তকমাও পেয়েছেন তিনি। তবু এখনও মিতালির রানের খিদের পাশাপাশি, সফল হওয়ার তাগিদ এতটুকু কমেনি বলে তিনি নিজেই জানান।
এক সাংবাদিক সম্মেলেন মিতালি পরিষ্কার বলে দিয়েছেন, ‘এই যাত্রাটা আমার সহজ ছিল না। নানা পরীক্ষা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আমাকে এগিয়ে যেতে হয়েছে জয়ের দিকে। সেই লড়াই করতে করতেই ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন হয়ে গিয়েছে। কিন্তু রানের খিদেটা আমার একই রয়ে গিয়েছে। আমি এখনও দেশের জন্য আরও রান করতে চাই। আরও সাফল্য এনে দিতে চাই ভারতকে। আমি জানি, ব্যাটিংয়ের কিছু কিছু জায়গায় আমার এখনও উন্নতির প্রয়োজন রয়েছে। এবং আমি সেই নিয়ে এখনো সমানভাবে কাজও করছি। আর বিশ্বকাপের আগে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারব বলে আমি মনে করি।’
শনিবার মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটে(Mithali Raj Creates A New Record) ১০, ২৭৭ রান করে ফেললেন। এই মুহূর্তে যেটা মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান। তবে পুরুষ, মহিলা মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন সচিন তেন্ডুলকরের। তিনি ৬৬৪টি ম্যাচ খেলে ৩৪,৩৫৭ রান করেছেন। এর মধ্যে ১০০টি শতরান এবং ১৬৪টি অর্ধশতরান রয়েছে। ৪৬৩টি একদিনের আন্তর্জাতি ক্রিকেট ম্যাচে সচিন করেছেন ১৮,৪২৬ রান। ২০০টি টেস্টে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। সচিন মাত্র একটি আন্তর্জাতিক টি২০ খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি মাত্র ১০ রান করেছিলেন।
Mithali Raj
মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে আবার মিতালি শনিবার টপকে গেলেন শার্লট এডওয়ার্ডসকে। তাঁর সংগ্রহ ছিল ১০,২৭৩ রান। সেটাই এতদিন মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। সেই রেকর্ড ভাঙলেন ভারত ক্রিকেটের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। মিতালি এবং শার্লট ছাড়া মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে আর কেউ আজ পর্যন্ত ১০ হাজারের মাইলস্টোন স্পর্শ ও করতে পারেননি। মিতালির ১০, ২৭৭ রানের মধ্যে রয়েছে ৮টি শতরান। তিনি ৮৭টি অর্ধশতরান করেছেন। ভারত অধিনায়ক হিসেবে আবার ৫টি শতরান এবং ৪৯টি অর্ধশতরান করেছেন মিতালি রাজ।
Mithali Raj Creates A New Record Of Highest International Runs Across All Formats,Mithali Raj
0 Comments