Manoj tiwary start practice for ranji trophy:বাংলার হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন মন্ত্রী

Manoj tiwary start practice for  ranji trophy:বাংলার হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন মন্ত্রী 

ক্রিক - বাংলা ডেস্ক(Cric Bangla) :- এদেশে ক্রিকেটকে বিদায় জানানো পর রাজনীতির আঙিনায় পা রেখেছেন এমন ব্যক্তির উদাহরণ চাইলে হয়তো ভুরি ভুরি পাওয়া যেতে পারে। কিন্তু একদিকে পেশাদার ক্রিকেটার অন্যদিকে রাজ্যের মন্ত্রী এমন উদাহরণ কিন্তু খুঁজে বার করা যথেষ্টই মুশকিল। কিন্তু ঐ যে কথায় আছে না এক কথার মানুষ, এমনই একজন মানুষ হলেন বাংলায় ক্রিয়া মন্ত্রী মনোজ তিওয়ারি। তাইতো মনোজ নিজের নিজেকে করা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করলেন।এদিন বাংলার হয়ে ফের মাঠে নামতে দেখা গেল মনোজ তিওয়ারি কে (Manoj Tiwary)। শুক্রবার ভোর ৬ টা ৩০ মিনিট থেকে বাংলা দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। ফিটনেস নিয়ে কোনও  রকম আফসোস করতে রাজি নয় তিনি। রাজনীতি ও খেলা একই সঙ্গে চালিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ Manoj Tiwary । 
Manoj tiwary start practice for  ranji trophy
Cric Bangla, Manoj Tiwary,


জানা যায় ইতিমধ্যেই আগামী মরসুমের প্রথম প্র্যাকটিস সেশন শুরু হয় বাংলার।বাংলা দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী তথা বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি  (Manoj Tiwary)। এমনকি একথাও সামনে আসে যে, দলনেত্রীর থেকে মিলেছিল অনুমতিও। সিএবির তরফ থেকেও তাকে রাখা হয়েছিল তালিকায়। অবশেষে রাজনীতির ময়দানে অভিষেক, বিধায়ক, মন্ত্রী হয়ে ফের নিজের শিকড়ের টানে ফিরলেন মনোজ তিওয়ারি। ২১ জুলাই সিএবিতে গিয়ে নিয়মাফিক করোনা পরীক্ষা করার পর ২৩ জুলাই থেকে ২২ গজে ফিরলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। কোচ অরুণলালের প্রতিনিধিত্ব প্রায় টানা দু'ঘণ্টা যাবত প্রস্তুতি পর্ব চলেছে বাংলার। বাংলার সিনিয়র ক্রিকেটার ও  রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ (Manoj Tiwary) এদিন ইন্ডোরে রিহ্যাব করেন। প্রস্তুতিতে খেলোয়ড়দের উজ্জীবিত করতে মাঠে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও।




একথা অনেকেই মনে করেছিলেন যে, প্রাক্তন বঙ্গজ অধিনায়ক মনোজ (Manoj Tiwary) রাজনীতিতে আসার পর বাইশ গজ থেকে হয়তো নীরবেই বিদায় নেবেন তিনি।

 কিন্তু  সকলের এই ধারণাকে ভুল প্রমাণ করে  দিয়েছেন মন্ত্রী মনোজ। বাংলার মহাতারকা সকলকে একথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে, ক্রিকেটই তাঁর প্রথম ভালবাসা। বাইশ গজ থেকে কখনোই দূরে থাকতে পারবেন না তিনি। মন্ত্রী হয়ে গেলেও ক্রিকেটের প্রতি তার খিদেটা যে এখনও এতটুকু কমেনি, এদিন তা ফের প্রমাণ করলেন মনোজ তিওয়ারি। অনুশীলনে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি, সাফ জানিয়ে দিলেন রজনীতিতে যোগ দিলেও নিজের ফিটনেস নিয়ে কোনও আপোশ করেননি তিনি। ব্যাট-বল থেকে মঝে কিথুটা দূরত্ব বাড়লেও, চালিয়ে গিয়েছেন ফিটনেস ট্রেনিম। ফের ব্যাট হাতে নিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নের কথা সকলের সামনে জানিয়েছেন মনোজ। এবছর বাংলার হয়ে রঞ্জি ট্রফি জেতাই এখন তার প্রধান লক্ষ্য। এদিন অনুশীলনে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও বাংলা দলের কোচ অরুণ লালের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলতে দেখা যায় বাংলার ক্রিয়া মন্ত্রী তথা মনোজ  তিওয়ারিকে (Manoj Tiwary)


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি নিয়েই মনোজ (Manoj Tiwary) মন্ত্রীত্বের পাশাপাশি ক্রিকেটের অনুশীলন ও সমান তালে চালিয়ে যাবেন তিনি। মধ্যেই কথা অনুযায়ী তারই ড্রেস রিহার্সাল শুরু করে দিয়েছেন তিনি। যার ফলে মন্ত্রী মনোজের ২২ গজে ইনিংস দেখার অপেক্ষায় রয়েছে সকলেই।

Manoj tiwary start practice for  ranji trophy, Cric Bangla, Manoj Tiwary,

Post a Comment

0 Comments