India vs Sri Lanka: অসাধারণ Suryakumar ও Chahar, India win 2-0 series lead

ক্রিক - বাংলা ডেস্ক(CricBangla) :- গতকাল 20 জুলাই তথা মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ একটি ম্যাচ বাকি থাকতেই দ্বীপরাষ্ট্রের ওয়ানডে (india vs sri lanka) সিরিজ ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী জানাজায় গতকাল শ্রীলঙ্কা 275 রান করে, এবং ভারত সেইরান 5 বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট এর ব্যর্থতার পরেও সেই ম্যাচ জিতে যায়।
India vs Sri Lanka


জানা যায় শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান যথা অভিষ্কা ফার্নান্ডোর (৫০) ও চরিথ আসালঙ্কার এর (৬৫) ব্যাট থেকে ওভার ৯ উইকেট হারিয়ে শ্রীলংকার টিম ২৭৫ রান তুলেছিল। তবে এই রানের প্রতিউত্তর দিতে ভারতীয় বোলাররা ও পিছপা হয়নি। তাদের অভিজ্ঞ বলে টেকনিক দ্বারা শ্রীলংকার টিমের ৯ টি উইকেট ফেলতে সক্ষম হয় ভারতীয় বোলাররা। জানা যায় চাহাল- ও ভুবনেশ্বর ৩টি করে উইকেট পেয়েছেন গোটা ম্যাচে । এবং চাহারের ঝুলিতে এসেছে জোড়া উইকেট।তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তুলতে নেমে ভারত মাত্র ৩৯ রানের মধ্যেই পরপর দুই টি উইকেট হারিয়ে ফেল।খুব অল্প সময়ের মাঝেই ব্যাবিলনের ফিরে যেতে হয় গতম্যাচে দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ (১৩) ও ক্যাপ্টেন শিখর ধাওয়ান (২৯)। এরপর প্রথম ওয়ানডে-র আরেক ভারতীয় দলের তারকা ঈশান কিশানও মাত্র ১ করেই তাকে ও ফিরে যেতে হয়। 

তারপরই ভারতের হাল ধরতে মাঠে নামেন ভারতীয় দলের নতুন দুই ব্যাটসম্যান যথা মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। কবে তাদের পার্টনারশিপ খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি।৩১ বলে ৩৭ রান করার পরই মণীশ পান্ডে দুর্ভাগ্যজনক ভাবে রানআউট হয়ে যান । এরপর মাঠে নামেন হার্দিক পান্ডিয়া তবে তিনিও 3 বল খেলে কোনো রান না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। মাত্র 116 রানে 5 উইকেট হারিয়ে ভারতের অবস্থা অনেকটাই সংকট জনক হয়ে উঠেছিল। তবু হাল ছাড়েননি সূর্য কুমার যাদব, 44 বলে 53 রান করে তবেই ফিরেছেন মুম্বাইয়ের এই নতুন তারকা ব্যাটসম্যান।এরপর সাত নম্বরে ভারতীয় টিমের হয়ে মাঠে নামেন ক্রনাল পাণ্ডিয়া। ৫৪ বলে শুধু ৩৫ রানের ইনিংসই খেলেনি বরং আট নম্বরে নামা দীপক চাহারের সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে গেছেন ভারতীয় টিমের হয়ে। এদিকে চাহার আর ভুবনেশ্বর কুমার মিলে ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। তখন ৫০ ওভারের ম্যাচটা কার্যত ২০ ওভারের ম্যাচে পরিণত হয়ে যায়। দীপক চাহার অনবদ্য লড়াই করেন ভুবিকে সঙ্গে নিয়ে। ৮২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার। ৭টি চার ও একটি ছয়ে দ্বারা জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অর্ধ-শতরান স্মরণীয় করে রাখেন তিনি। অন্যদিকে ভুবনেশ্বর কুমার ও অপরাজিত থাকেন ১৯ রানে। তথ্যসূত্র জানা যায়, আগামী শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের(india vs sri lanka) শেষ ম্যাচটিতে ধাওয়ান ও তার দল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

Post a Comment

0 Comments