IND vs SL:দ্বিতীয় ওয়ান ডেতে পরাজয়ের পাশাপাশি এবার ICC-র শাস্তির কবলে শ্রীলঙ্কা

ক্রিক -বাংলা ডেক্স(CricBangla) :- ইতিমধ্যেই বেশ কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL) ম্যাচে তীরে এসেও তরী ডুবেছে শ্রীলঙ্কার। কার্যত প্রায় জেতা ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। ফলে এই নিয়ে শ্রীলংকা দলের কোচ এবং অধিনায়ক এর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার কারণে আইসিসির শাস্তির সম্মুখীন হতে হয় গোটা শ্রীলংকার দলকে। এক এতেই ম্যাচ হেরে যাওয়ার হতাশা এবং তার উপরে আবার আইসিসির শাস্তি, যা একেবারেই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় শ্রীলংকার।

IND vs SL 3rd ODI Live




যথারীতি সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে না পারার দরুন আইসিসির প্রশ্নের মুখে পড়তে হয় গোটা শ্রীলংকার দলকে।

IND vs SL
তথ্যসূত্রে জানা যায় যে , উক্ত ম্যাচের আম্পায়র কুমার ধর্মসেনা, লিন্ডন হ্যানিবল তৃতীয় ও চতুর্খ আম্পায়র যথাক্রমে রুচিরা পাল্লাগুরুগে এবং প্রগিত রাম্বুকওয়েলা মিলে শ্রীলঙ্কার বিরু্দ্ধে মূলত এই অভিযোগ আনেন। ম্যাচ রেফারি রঞ্জন মধুগালেও তাঁদরে  অভিযোগের ওপর নিজের সম্মতি জানান।

আইসিসি কর্তৃপক্ষ এক সাক্ষাতকারের মাধ্যমে জানায় যে ,‘ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির কোড অফ কনডাক্টের ২.২২ ধারা, যেখানে নির্দিষ্ট ওভার-রেটের কথাও বলা আছে, সেই অনুযায়ী প্রতিটি ওভার যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি, কলের শাস্তি স্বরূপ তার  জন্য ক্রিকেটারদের ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়। উপরন্তু, আইসিসি বিশ্বকাপের সুপার লিগের নিয়ম অনুযায়ী অভিযুক্ত দলের প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করেও কাটার নিয়ম রয়েছে। সুতরাং এই অভিযোগের দরুন, শ্রীলঙ্কার মোট অর্জিত (সুপার লিগে) পয়েন্ট থেকে এক পয়েন্ট কাটা হবে।’এমনটাই জানান আইসিসি কর্তৃপক্ষ।

IND vs SL

এদিকে জানা যায় , শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা উক্ত অভিযোগ গুলি সরাসরি সকলের সামনে স্বীকার করে নেওয়ায় এই ক্ষেত্রে কোন শুনানি হবে না বলেও আইসিসির তরফে জানানো হয়। তাছাড়া হারানো পয়েন্ট পুনরুদ্ধার করা সম্ভব না হলেও ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে জিতে কিছুটা শাস্তির পরিমাণ কম হলেও হতে পারে শ্রীলঙ্কা দলের। পাশপাশি শেষ ম্যাচটিতে জয়লাভ করে - টোয়েন্টি সিরিজেও দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের যে বাড়তি মনোবল দেবে, এই নিয়ে কারোর মনে কোন সন্দেহের অবকাশ থাকে না। এমনটাই মনে করেন আইসিসি।

Cricbangla, IND vs SL 3rd ODI Live, IND vs SL

Post a Comment

0 Comments