IND vs ENG rishabh pant to join indian cricket team |
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ইংল্যান্ড সিরজের(IND vs ENG) আগে বিশ দিনের ছুটিতে পন্ত বেশিরভাগ সদস্যদের মতোই তিনি টিম হোটেলে ছিলেন না। বরং এ কথা জানা যায় যে, ইউরোর ম্যাচ দেখে, ঘুরে বেরিয়ই বেশা আমেজের সাথেই নিজের ছুটি উপভোগ করেন তিনি। এবং এর পরেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর সকলের সামনে আসে। গত ১৫ ই জুলাই বিসিসিআইয়ের তরফে এই খবরের যথাযথ সত্যতা স্বীকার করে নেওয়া হলেও ৮ জুলাই ভারতের এই তরুণ তারকা উইকেটরক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর সকলের সামনে আসে। এরপর সোমবার তথা (১৯ জুলাই) পন্তের করোনা এবং কার্ডিয়াক টেস্ট হওয়ার কথা ছিল। তারপরেই দলের বাকি সদস্যদের কথা মাথায় রেখে সম্পর্কে কোয়ারেন্টাইনে থাকার উপদেশ দেয় বিসিসিআই।
Hello @RishabhPant17, great to have you back 😀#TeamIndia pic.twitter.com/aHYcRfhsLy
— BCCI (@BCCI) July 21, 2021
তবে এই 23 বছর বয়সে ভারতীয় তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান করোনা ভাইরাস এর সাথে মোকাবিলা করে 10 দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে কোয়ারেন্টাইন সময়কে অতিক্রম করে সম্পূর্ণ সুস্থ হয়ে ফের ভারতীয় দলে যোগদান করেন।
বর্তমানে জানা যায়, বিসিসিআই কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই তরুণ তারকা ক্রিকেটারের ছবি শেয়ার করে লেখে, হ্যালো ঋষভ পন্ত। তুমি ফেরায় আমরা সকলেই খুব খুশি। মনে করা হয়, পন্তের এই সম্পূর্ণ সুস্থ হয়ে ফের দলে ফেরায় ফলে ইংল্যান্ড সিরিজের আগে একটি বড় চিন্তা দূর হল ভারতীয় টিম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দের।
(IND vs ENG) Rishabh Pant to join indian cricket team
0 Comments