After playing cricket for 17 years, the West Bengal boy did not get a chance in the Indian Cricket team
Dream did not come true |
কথায় আছে, সংসারে যখন অভাব দেখা যায়, ভালোবাসাও তখন জানলা দিয়ে পালায়। কথা টি আজ প্রায় সত্য।সঞ্জিত মণ্ডলের গল্পটাও অনেকটা সেই রকমই। কখনও টাউন ক্লাব কিংবা কখনও ফ্রেন্ডস ইউনিয়ন। গোটা বালুরঘাটের মানুষ একডাকে চিনত মিঠুনকে। যেখানেই টেনিস টুর্নামেন্ট হতো, সেখানেই খেপ খেলতে ডাক পড়ত মিঠুনের। যে কোনও দলের হয়ে অত্যন্ত নির্ভরযোগ্য বোলিং করতেন মিঠুন। কিন্তু আজ সেই ডাক আর আসে না। এত প্রতিভা থাকা সত্ত্বেও রাজ্য স্তরে কখনও খেলার সুযোগ আসেনি তার। জানা যায় অভাবের কারণে নিজের ভালোবাসাকে হারিয়েছেন মিঠুন। অনেকেই তাঁর প্রতিভা দেখে বলেছিলেন ভাল দলে সুযোগ করে দেবেন, ভাল চাকরি করে দেবেন, কিন্তু সব প্রতিশ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে আজ হারিয়েগেছে। ফলে শেষ পর্যন্ত খেলা ছাড়তে হয় মিঠুনকে। এবং অভাবের তাড়নায় পরিবারের পাশে দাঁড়াতে তাকে বল এর বদলে হতে তুলে নিতে হয় রঙের তুলি।
Dream did not come true
১৭ বছর ধরে জেলাস্তরে একটানা ক্রিকেট খেলেছিলেন মিঠুন। স্বপ্ন দেখেছিলেন জাতীয় ক্রিকেট দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার। একটা সময় তো এমন ছিল যে তাঁকে পাওয়ার জন্য বালুরঘাটের বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে রীতিমতো লড়াই লেগে যেত। তাঁর চাহিদা ছিল এতটাই ছিল ক্লাব গুলির মধ্যে। আজও ৭ নম্বর ওয়ার্ডের দিশারী পাড়া এলাকায় কান পাতলে শোনা যায় সেই গল্প। তবে ক্রিকেট আজ সঞ্জিতের কাছে প্রাক্তন হয়ে দাঁড়িয়েছে। গত ২০০৬ সাল থেকে আর কখনও ক্রিকেটের দিকে তিনি ফিরেও তাকাননি। বর্তমানে এখন তার পরিচয় তিনি একজন রংমিস্ত্রি। ক্রিকেট দিয়ে সংসারের অভাব মেটেনি তার। আজও নুন আনতে পান্তা ফুরোয় সঞ্জিত মণ্ডলের। কারণ কাজ তো আর নিয়মিতভাবে আসে না! সেকারণে ভাতের হাঁড়ি চড়ানোর আগে আজও মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাঁকে। আজ ৪৮ বছরের মিঠুন কোনও রকম ভাবে নিজের সংসার চালাতে হিমশিম খান। \
Dream did not come true,After playing cricket for 17 years, the West Bengal boy did not get a chance in the Indian Cricket team
0 Comments