IND vs NZ Live Score |
খেলতে নামছে ভারত(ind vs nz)। এবং মাঠে নামার আগে বিরাট কোহলিদের মূল্যবান পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত না নিউজিল্যান্ড কে এগিয়ে কে পিছিয়ে এই নিয়ে ইতিমধ্যেই বহু তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে, এবং এই বিষয় নিয়ে অনেকেই নিজ নিজ মত জানিয়েচেন। কারোর ভোট নিউজিল্যান্ডের দিকে গেছে, তো আবার কেউ আবার ভারতের জন্য গলা ফাটিয়েছেন। তবে এবার মুখ খুললেন ভারতের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-এর সভাপতির মতে যে কেউ এই লড়াই জিততে পারে। এই পর্যায়ের ম্যাচে দুই দলই যে ফেবারিট তা বিশ্বাস করেন বাইশ গজের দাদা।
তবে এই ফাইনালে যে টস একটা বড় ভূমিকা পালন করবে তা যথেষ্ট মানেন মহারাজ। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিতে চান, যে ভারত সব বড় ম্যাচ জিতেছে প্রথম ব্যাট করে। ম্যাচের আগে কোহলিদের কী পরামর্শ দিয়েছেন সৌরভ? সাউদাম্পটনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও টসে জিতলে কোহলিদের প্রথমে ব্যাট করার পরামর্শ দিয়েছেন সৌরভ।প্রথম ব্যাট করে বড় রান করে নিউজিল্যান্ডকে চাপে রাখতে চাইছেন মহারাজ। তাই সৌরভের মতে টস জিতে বিরাট ব্যাট নিক এবং কিউয়িদের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য তৈরি করুক বলে মত প্রকাশ করেন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়েদিয়েছেনবর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কে।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে, ‘যদি আমরা আমাদের রেকর্ড বইটা দেখি তাহলে বিদেশের পারফরমেন্স বিচার করলে দেখতে পাব, প্রথম ব্যাট করে আমরা সব সময় জিতে এসেছি। এটা তোমার পছন্দের উপর নির্ভর করে, তুমি কি চাপের মুখে পড়তে চাও, নাকি চতুর্থ ইনিংসের জন্য অপেক্ষা করতে চাও।’
তিনি আরও জানান যদি ২০০২ সাল হোক কিমবা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর, সব ক্ষেত্রেই আমরা বোলিং সহায়ক পরিস্থিতিতে প্রথম ব্যাট করে প্রথমের দিকের চাপটা সামলে নিয়েছিলাম, এবং বোর্ডে রান করে ম্যাচ জিতেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায় মার্ক টেলর ও স্টিভ ওয়ার উদাহরণ টেনে বলেন ওরাও বোলিং সহায়ক উইকেটে প্রায় প্রথমে ব্যাট করত। মহারাজ জানান শুভমন গিল ও রোহিত শর্মাকে বড় ভূমিকা পালন করতে হবে। নিউজিল্যান্ডের প্রথমের দিকের আক্রমণকে সামাল দিতে বলেছেন দুই তারকা ব্যাটসম্যানকে রোহিত এবং শুভ মনকে।
সৌরভ আরও বলেন যে, ‘বড় রান তুললে বিপক্ষকে চাপে ফেলা যায়। ইংল্যান্ডে টেস্টে(ind vs nz) লড়াই করতে গেলে ৩০০–৩৫০ রান জরুরি। আশা করছি সেটা মাথায় রেখে ভারত ব্যাট করবে। রোহিত শর্মা ও শুভমান গিলকে ভাল শুরু করতে হবে। ওদের অন্তত ২০ ওভার ক্রিজে থাকতে হবে। যাতে বলটা পুরনো হয়ে যায়। তাহলে পুজারা, কোহলি, ঋষভদের কাজ আরো সহজ হয়ে যাবে। আমাদের সময়ে শেহবাগ, আকাশ চোপড়ারা যে কাজটা করত, রোহিত–শুভমানদের সেই কাজ করতে হবে। কিন্তু ৩০ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলে মিডল অর্ডারের কাজ ভারতের পক্ষে কঠিন হয়ে যাবে।’এবং তিনি একথা বলেন যে ,ভারত ভাল ক্রিকেট খেললেও নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। কারণ গত ৩০–৩৫ বছরে এটাই নিউজিল্যান্ডের সেরা দল।
0 Comments