Virat Kohli net worth ind vs nz match: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য ঘোষণা ICC-র

ক্রিক বাংলা ডেস্ক:- (
ind vs nz match update
)ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউকে এড়িয়ে শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপ। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিশ্ব টেস্ট(
ind vs nz 2021
) চ্যাম্পিয়নশিপের প্রথম মরশুমে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি খেলতে নামছে। কিন্তু, এই ম্যাচে যে দল জিতবে, তারা পুরস্কার মূল্য হিসেবে কত টাকা পাবেন? 
ind vs nz 2nd t20 
আজ সেই পুরস্কার মূল্যের কথা ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC।
net worth of virat kohli


আগামী ১৮ ই জুন থেকে সাউদাম্পটনের রোজ বাওল স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হতে চলেছে 
ind vs nz test
 ক্রিকেটের খবর সূত্রে জানা যায়। এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে মনে করছিল। আইসিসিও সব দিক টিচার করে বিশাল অঙ্কের টাকা ঘোষণা করেছিলেন এই মেসেজ জন্য। অর্থাৎ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল এই ম্যাচ জিতবে তারা ১.৬ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাবেন। সেইসঙ্গে টুর্নামেন্ট জয়ের ট্রফিও রয়েছে বলে ICC তরফে জানানো হয়।

এবং একথাও ঘোষণা করা হয় যে, দল টুর্নামেন্টের রানার্স আপ হবে, তাদের জন্য থাকছে ৮০০,০০০ মার্কিন ডলার আর্থিক মূল্যের পুরস্কার (ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৮৫ লক্ষ ৮৭ হাজার টাকার কিছু বেশি) তবে ম্যাচ যদি ড্র হয় তবে টাকা ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সমান ভাবে ভাগ হয়ে যাবে। এবং এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লক্ষ, ৩.৫ লক্ষ এবং ২ লক্ষ আমেরিকডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লক্ষ আমেরিকান ডলার পাবেন।প্রায় ২ বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জানা যায় এই প্রথমবারের মত টেস্ট ক্রিকেটে কোনও বিশ্ব চ্যাম্পিয়ন দল নির্ধারিত হতে চলেছে। আইসিসির পক্ষ থেকে আজ একথা ঘোষণা করা হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল 
ind vs nz live
 খেলতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলায় পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। তবে ভারতের সামনে অবশ্য সেই সুযোগ হয়ে ওঠেনি নিউজিল্যান্ডের। অনেক বিশেষজ্ঞ এই কারণে নিউজিল্যান্ডকে ফাইনালে ভারতের থেকে এগিয়ে রাখছেন। ২২ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডকে ধরাশায়ী করে কিউয়িরা ভারতকে টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের মগডালে উঠে পড়ল। 

এক নম্বর টেস্ট টিম হয়েই উইলিয়ামসনরা নামবেন বিরাটদের net worth of virat kohli সঙ্গে খেলতে এইরকমই নানান মন্তব্য করেছে বিশেষজ্ঞরা। কিন্তু সৌরভ গাঙ্গুলি অবশ্য তাঁদের সঙ্গে একমত নন। তিনি বিশেষজ্ঞদের সামনে অস্ট্রেলিয়া সফরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ও অনেকে একই কথা বলেছিল। সবাই ভেবেছিল অস্ট্রেলিয়া জিতবে। তবে শেষমেষ ভারতই কিন্তু সিরিজ জিতেছিল। নিউজিল্যান্ডও ভালো দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলছে। প্রথম টেস্ট ম্যাচ টি ড্র হলেও দ্বিতীয় টেস্ট ম্যাচটি তারা জিতেছে। সুতরাং আমার মনে হয় দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশের ৬ ক্রিকেটারকে ছাড়াই জিতেছে নিউজিল্যান্ড। গতিতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছেন ম্যাট হেনরি, নিল ওয়াগনাররা মত নিউজিল্যান্ড ক্রিকেটাররা। ফলে অনেকে মনে করেন যে, বিরাট কোহলিদের কাছে কাজটা সহজ হবে না।
অন্যদিকে ভারত ও নিজেদের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই দল করে ম্যাচ প্র্যাকটিস করে ফাইনালের মহড়া সেরেছে। একাধিক ক্রিকেটার গা ঘামানোর ম্যাচে ব্যাটে-বলে ছাপ রেখেছেন। ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৯৪ বলে ১২১ করেছেন। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৮৫। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৭৬ বলে ৫৪ করেছেন। বোলারদের মধ্যে ইশান্ত শর্মা তিন উইকেট ও মহম্মদ সিরাজ দুই উইকেট পেয়েছেন। এইরকমই নানান ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট জগতে।

Post a Comment

0 Comments