প্রথম ইনিংসে ভারতের রান ভালো না গেলেও। এইবার স্বস্তির মুখ দেখলো ভারতীয় দল।২১৭ রানে সমাপ্ত করে দিয়েছিল নিউজিল্যান্ড ভারতীয় দলের খেলা। 207 রানে যখন ভারতীয় দল অলআউট হয়ে গিয়েছিল তখন একটাই জবাব ছিল ভারতীয় দলের সবার মুখে তে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দাপটের সাথে বোলিং ফিল্ডিং করেছে।
Update WTC21 IND VS NZ Final |
এইবার তৃতীয় দিনের খেলা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে নিউজিল্যান্ড 207 রানে বেশ ভালো শুরু করেছিল এবং খেলা ভালোর দিকে এগোচ্ছিল কিন্তু ভারতীয় দলের সিনিয়র বলার, আশ্বিন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে বাধা হয়ে দাড়ালো।
আরও পরুনঃ- King of cricket
IND VS NZ Final |
রবিবার নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে যেভাবে ব্যাট করছিলেন, দুজনে বেশ ভালো সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার। নিউজিল্যান্ডের প্রথম উইকেট এর পতন ঘটাই। যখন ল্যাথাম ও কোনওয়ে জুড়ি 70 রান করেন। ঠিক সযেই সময় এ।
মনে কোনওয়ে হাফ সেঞ্চুরির গন্ডি পেরিয়ে, এইবার বড়ো রান এর দিকে এগিয়ে চলছিলেন। ঠিক তখন এ ইশান্ত শর্মা এসে তাঁর উইকেট তুলে নেন। কোনওয়ে 54 রান করে ব্যাটিং এর সমাপ্ত ঘটাই। মনে মহম্মদ শামির হাতে ক্যাচ ততুলে দেন। এর পর ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (12) ও রস টেলর (0) এ তৃতীয় দিনে খেলা শেষ হয়।এর ফলে নিউজিল্যান্ডের 2 উইকেট হারিয়ে। মোট রান দাড়ায়101,49 ওভার শেষে।
আরও পরুনঃ-Ms Dhoni net worth in rupees
তাঁর ফলে ইংল্যান্ডকে কে 116 রানে পেছন এ ফেলে রাখে ভারত।এর ফলে ভারতীয় দলের মুখে একটু আনন্দের হাঁসি দেখা দেয়। এক সময় এমন হয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজেই মাঠে নাচতে শুরু, করে দেন। তিনি ভাঙড়া নাচ করছেন দেখে মাঠের মধ্যে উপস্থিত, স্টেডিয়ামে ম্যাচটি দেখতে আসা ভক্তরা আনন্দে নাচতে শুরু করলেন।
সেই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম👇
— Thala ⚒ | MASK UP Dude 😷 (@SattiPreetham) June 20, 2021
এক নজরে পুরো খবরঃ-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুটা ব্যাকফুটে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের খেলায় দ্রুত নিউজিল্যান্ডের উইকেট না ফেলতে পারলে সমস্যা আরও বাড়তে পারে বিরাট কোহলির দলের। ফল চতুর্থ দিনের খেলাতে অনেকটা সিদ্ধান্ত হয়ে যাবে যে ম্যাচের রাশ থাকবে কোন দলের হাতে। তৃতীয় দিনে ভারতের ২১৭ রানের জবাবে দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০১ রানে ২ উইকেট। ভারতের থেকে ১১৬ রান পিছিয়ে কেন উইলিয়ামসনের দল। আর হাতে আট উইকেট।
0 Comments