সাউদাম্পটনের এজিয়েস বোলে শনিবার থেকে শুরু হলো বহু প্রতিক্ষীত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final)। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে নির্দিষ্ট সময় শুরু হলো কাপ যুদ্ধ। দ্বিতীয় দিনেও বৃষ্টি বিঘ্নিত রইল ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খেলা।দিনভর খেলা হল ৬৪ ওভার ৪ বল। তবে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখতে পেল ক্রীড়া প্রেমিরা। প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিনের সকালে আবহাওয়া ভালো থাকায় শুরু হয় খেলা।কিন্তু এদিন বৃষ্টি না হলেও মন্দ আলোয় দফায় দফায় খেলা বন্ধ করতে হয়েছে বেশ কয়েকবার। এমনকী তৃতীয় সেশনের খেলা পুরোপুরি ভেস্তেই গেল।
King Kohli And Rahane |
ভারত ঘোষিত প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই শনিবার মহারণে নামে ভারত। তবে এদিন টস জেতেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। এবং তিনি বিরাট কোহলিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ভারতের হয়ে ওপেনিং জুটিতে রোহিত শর্মা (Rohit Sharma) আর শুভমান গিল (Shubman Gill) শুরুটা বেশ ভালই করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বড় রান এল না জুটি থেকে। রোহিত (৩৪) ফিরে যাওয়ার পরপরই গিলও (২৮) সাময়িক সময়ের মধ্যেই ফিরে যান। প্রথম উইকেটে ভারতের ঝুলিতে আসে মাত্র ৬২ রান।
দু'উইকেট খুইয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল ভারত । তবে চাপে যাওয়া ভারতের হাল ধরতে মাঠে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিন নম্বরে সবচেয়ে ভরসামান ব্যাটসম্যান এদিন দুর্ভাগ্যবশত মাত্র ৮ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ক্যাপ্টেন কোহলি তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। দু’জনে মিলে চতুর্থ উইকেট এখনও ৫৮ রান তুলেছেন। দিনের শেষে কোহলি ৪৪ রানে এবং রাহানে ২৯ রানে অপরাজিত আছেন বলে জানা যায়।দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়া পর্যন্ত ভারতের স্কোর ১৪৬ রানে ৩ উইকেট। ৪৪ রানে অপরাজিত বিরাট কোহলি ও ২৯ রানে অপরাজিত অজিঙ্কে রাহানে।
0 Comments