Top batsman in the world : ৫ জন ব্যাটসম্যান ২১ শতকে সব থেকে বেশি শতরান করেছে, জেনে নিন

Today we will talk about 5 most popular batsmen in the world Cricket,Now You find on This post top batsman in the world t20 or top batsman 2021


ক্রিক - বাংলা ডেক্স :- ক্রিকেট হচ্ছে এমন একটি জনপ্রিয় খেলা যা সারা বিশ্বের মানুষের মধ্যে প্রসিদ্ধ, তাই  জন্যই তো ক্রিকেটকে ” Gentleman’s Game ” হিসাবে ডাকা হয়। বহুযুগ ধরে আমরা ক্রিকেট খেলা দেখে আসছি এবং খেলার পাশাপাশি বিভিন্ন্য খেলোয়াড়দের দেখেছি যা তাদের নিজের দলের হয়ে অসাধারণ খেলে বহুদিন ধরে এই ক্রিকেট বিশ্ব শাসন করে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা বহু ইতিহাসের সাক্ষী আছি যেকানে অনেক ব্যাটসম্যান অনেক অনেক শতরান করেছে, এবং এমনও অনেক বোলার রয়েছে যারা তাদের কৃতিত্বের জোরে অনেক উইকেট নিয়েছেন। ক্রিকেট ইতিহাসে চার্লস বানারমান প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় হিসাবে প্রথম শতরান করেছিলেন। যেকোনো ব্যাটসম্যানের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হলো বিশাল বড়ো পাওনা, এখনো অব্দি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান লিজেন্ড সচিন টেন্ডুলকার সব থেকে বেশি শতরান করে বিশ্ব রেকর্ড করেছেন এবং সেটা এখনো অক্ষুন্ন আছে। যা আজ পর্যন্ত কোন ক্রিকেটার ভাঙতে পারেনি।

Top batsman in the world
Top batsman in the world 

আমরা এখানে ৫(Top batsman in the world)জন ব্যাটসম্যানের ব্যাপারে আলোচনা করবো যারা আধুনিক যুগের ক্রিকেটে সব থেকে বেশি শতরান করেছে।


Here is a list of the most runs scored batsmen in terms of hundreds of runs  in the world, and top 5 batsman 2021 in the world Cricket


* প্রথম হচ্ছেন ,প্রাক্তন সাউথ আফ্রিকান অলরাউন্ডার যিনি ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে একবিংশ শতকে প্রাইস ৫০টি শতরান করেছিলেন, কিন্তু তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়েরের জার্নিতে সব মিলিয়ে ৬২টি শতরান করেছিলেন যার মধ্যে টেস্ট ম্যাচ ক্রিকেটে ১৭টি শতরান এবং একদিবসীয় ক্রিকেটে ৪৫টি শতরান করেছিলেন জ্যাক কালিস।

* দ্বিতীয় হচ্ছেন, তৎকালীন প্রাক্তন ডানহাতি ক্রিকেটার সাউথ আফ্রিকান ওপেনার ব্যাটসম্যান তথা হাশিম আমলা একবিংশ শতকে ৫৫টি শতরান করেছিলেন। সাউথ আফ্রিকান এই খ্যাতিমান ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যরিয়ার জার্নি শুরু করেছিলেন গত ২০০৪ সালে এবং তা শেষ করে ২০১৯সালে, তার এই লম্বা ক্রিকেট ক্যারিয়েরে তিনি টেস্ট ক্রিকেটে ২৮টি শতরান এবং একদিবসীয় ক্রিকেটে ২৭টি শতরান করেছিলেন বলে জানা যায়।

* তৃতীয় হলেন, প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক তথা ব্যাটসম্যান রিকি পন্টিং একবিংশ শতকে ৫৮টি শতরান করেছিলেন। প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটসম্যান তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়েরে মোট ৭১টি শতরান করেছিলেন বলে জানা যায়। যার মধ্যে ৪১টি শতরান টেস্ট ক্রিকেটে এবং ৩০টি শতরান একদিবসীয় ক্রিকেটে তিনি করেছিলেন। তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান যিনি সব থেকে বেশি শতরান এর মালিক হলেন রিকি পন্টিং

* চতুর্থ হলেন, প্রাক্তন শ্রীলংকান অধিনায়ক তথা উইকেটকিপার ব্যাটসম্যান যিনি একবিংশ শতকে প্রায় ৬৩টি শতরান করেছিলেন। বাঁহাতি এই শ্রীলংকান ব্যাটসম্যান ২০০০ সালে তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের জার্নি শুরু করেন এবং ২০১৫সালে তিনি অবসর নেন। তার এই লম্বা ক্রিকেট ক্যারিয়েরে তিনি টেস্ট ম্যাচ ক্রিকেটে ৩৮টি শতরান এবং একদিবসীয় ক্রিকেটে ২৫টি শতরান করেছিলেন।

* এবং পঞ্চম ক্রিকেটার হলেন, বর্তমান ক্রিকেট বিশ্বে তিনি একজন উদহারণ স্বরুপ খেলোয়াড় যিনি তার ফিটনেস, তার অধিনায়কত্ব, তার ব্যাটিং স্টাইল এবং তার উচ্চমানের ফিল্ডিংয়ের দ্বারা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। তিনি আর কেউ নন তিনি হলেন বর্তমানে ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি।বর্তমান ভারতীয় অধিনায়ক এখনো অব্দি ২১বিংশ শতকে তিনি প্রায় ৭০টি শতরান করেছেন শুধু তাই নয় তিনি এখনো ক্রিকেট খেলে চলেছেন তাই অনেকের মতে তিনি হয়তো একদিন সচিন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন ,যা নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডানহাতি এই ভারতীয় ব্যাটসম্যান ২০০৮সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করেন এর মধ্যেই তিনি টেস্ট ম্যাচ ক্রিকেটে ২৭টি শতরান এবং একদিবসীয় ক্রিকেটে ৪৩টি শতরান করে ফেলেছেন। বিরাট কোহলি তার ৭০টি শতরানের পাশাপাশি ক্রিকেট বিশ্বে তৃতীয় সব থেকে বেশি শতরানের মালিক। খুবই অল্প সময়ের মধ্যে নিজের কে ক্রিকেটের শীর্ষে নিয়ে গিয়ে তিনি শুধু ভারতেই নয় গোটা বিশ্ববাসীকে নিজের যোগ্যতার দেখিয়ে দিয়েছেন।
এছাড়াও আরও পড়ুন> Ms Dhoni net worth in rupees-ms dhoni,birthday,wife,house,daughter

এছাড়াও আরও পড়ুন> The King of cricket Virat Kohli Biography 

"এছাড়াও আপনি চাইলে কোন প্লেয়ার এর জীবন কাহিনী লিখে আমাদের পাঠাতে পারেন আপনার লেখা আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে লেখা পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায়"

Send Your Massage  > Right Now

Post a Comment

0 Comments