T20 World Cup 2021 হচ্ছে না ভারতে। The T20 World Cup cannot be held in India

করোনার (COVID-19) জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ভারতের বদলে অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। বিসিসিআই (BCCI) নাকি এই বিষয় নিয়ে ইতিমধ্যে অবগত করেছে আইসিসি-কে (ICC)। এমনটাই জানানো হয় রিপোর্ট বোর্ডের সূত্রে । সংযুক্ত আরব আমিরশাহি সবসময় ভারতের ব্যাক-আপ হিসেবেই থাকে। এখন জানা যাচ্ছে যে,আবু ধাবি, দুবাই এবং শারজা বাদে ওমানের রাজধানি মাসকাটকেও টি-২০(
t20 world cup 2021)
 বিশ্বকাপের চতুর্থ ভেন্যু হিসেবে যোগ করা হয়েছে। 


T20 World Cup 2021


করোনা আবহে যখন করোনা পরিস্থিতির ভারতে দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। যার কারণে মাঝপথেই স্থগিত রাখা হয়েছিল আইপিএল। তবে তা পুরোপুরি বাতিল হয়নি। জানা যায় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ফের শুরু হতে চলেছে টুর্নামেন্ট। তবে এইবার আইপিএল ভারতে অনুষ্ঠিত হবে না।শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, বাকি টুর্নামেন্টের পুরোটাই আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (sharjah cricket stadium)। তবে করোনার জন্য দেশ থেকে IPL সরে যায়নি, বরং এই সিদ্ধান্তের পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করা হয়। সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকারে সেই কারণটাই জানালেন বিসিসিআই (BCCI) কর্মকর্তা সচিব জয় শাহ (Jay Shah)।

গত বছর করোনা মহামারী কারণেই বারংবার পিছিয়ে গিয়েছিল আইপিএল। শেষপর্যন্ত অক্টোবর-নভেম্বরে তা আয়োজিত হওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু চলতি বছরে ফের তা ভারতে ফেরে। জৈব সুরক্ষা বলয়ে দর্শক ছাড়াই দেশের ছ’টি জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ এর পরেও করুনার প্রকোপ থেকে ছার পেলোনা আইপিএল। তত সময়ই আবার দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। জৈব সুরক্ষা বলয় থাকলেও বেশ কয়েকজন ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।এবং সেটা যেন আরো দ্রুত তাড়াতাড়ি ছড়িয়ে না পড়ে অন্য ক্রিকেটারদের মধ্যে সেই কারণেই, পরপরই টুর্নামেন্ট স্থগিত রাখার কথা ঘোষণা করে বিসিসিআই। কিন্তু বাতিল করেননি। আর পরবর্তীতে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাকি টুর্নামেন্ট গুলি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।এবং এও জানা যাচ্ছে যে আইপিএল এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ আমি আমিরশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই কর্মকর্তারা।

তবে এই সিদ্ধান্ত কোনওভাবেই করোনা সংক্রমণের দ্রুত বৃদ্ধি পাওয়ার সময় নেওয়া হয়নি। সাক্ষাৎকারে জয় শাহ সাফ জানিয়ে দিলেন তাঁর বক্তব্য, সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বর্ষাকাল। তাই সেকারণেই UAE-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইপিএল। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব বলেন, “দেখুন বর্ষাকালের কথা মাথায় রেখেই আইপিএল UAE-তে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (sharjah cricket stadium)। তার কারণে সেপ্টেম্বরে এখানে ম্যাচ আয়োজন একেবারেই সম্ভব নয়। মুম্বই বা আহেমদাবাদ কিংবা অন্য কোনও জায়গায় বর্ষাকালে ম্যাচ আয়োজন কী সম্ভব? বিষয়টি একেবারেই যুক্তিযুক্ত নয়।” অর্থাৎ তাঁর কথাতেই পরিষ্কার,দেশে করোনা পরিস্থিতি এখন যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যার কারণে দেশে আইপিএল আয়োজন করার কারণ করোনা নয়, দেশে বর্ষা আসার জন্যই আইপিএল সরানো হয়েছে আমিরশাহীতে,এমনই মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সিনিয়র আধিকারিক বলেন, "আইসিসি-র বৈঠকে বিসিসিআই তাদের থেকে চার সপ্তাহের উইন্ডো চেয়েছে চূডা়ন্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। আইসিসি জানিয়েছে যে, তারা টুর্নামেন্টের আয়োজনের অধিকার ভারতকেই দেবে। সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে আইসিসি-র কোনও সমস্যা নেই বলে জানানো হয়। আইপিএল ১০ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। আমিরশাহি লেগ নভেম্বরে শুরু করে দিতে পারব আমরা। ফলে বিশ্বকাপ আয়োজন করার আদর্শ পিচ বানানোর জন্য তিন সপ্তাহ সময়ও পেয়ে যাবে। প্রথম সপ্তাহে খেলা হবে ওমানে। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে।

বিসিসিআই আরও জানিয়েছে যে, ভারতে করোনা সংক্রমণের কথা ভেবেই তারা বিশ্বকাপ বিদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তারা জানে যে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আছে দেশে। ফলে এরকম একটা পরিস্থিতিতে ১৬টি দেশের কথা ভেবেই তারা অন্যরকম সিদ্ধান্ত নিতে চলেছে। তারা একথাও জানিয়েছে যে,৮ টি টিমকে নিয়ে আইপিএল শেষ করা সম্ভব হচ্ছে না, সেখানে ১৬ টিম নিয়ে বিশ্বকাপের ঝুঁকি নেওয়া কি সম্ভব? সব ঠিক থাকলে, অক্টোবরের ১০ তারিখ নাগাদ আইপিএলের বাকি ৩১ ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। তারপর বিশ্বকাপের আগে আমিরশাহি আরও তিন সপ্তাহের মতো সময় পাবে উইকেট ভালোভাবে তৈরি করে ফেলতে। আরও একটা ব্যাপার আছে, বর্তমান করোনা পরিস্থিতিতে কতজন বিদেশি ক্রিকেটার ভারতে খেলতে আসতে রাজি হবেন, মুহূর্তে এটাই সবথেকে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দুবাই হলে তেমন আপত্তি থাকবে না। তাই, ভারতে এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ(t20 world cup 2021) হওয়াটা এখন কার্যত অসম্ভবই।আইপিএল থেকে শিক্ষা নিয়েই বিসিসিই দেখেছে যে, বায়ো-বাবলেও করোনা ছড়িয়ে পড়তে পারে। ফলে কোনও রকম ঝুঁকিই নেবে না বোর্ড।

T20 World Cup


এ কথা ঠিক যে, সদ্য হয়ে যাওয়া আইসিসির সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও চার সপ্তাহ সময় দিয়েছিল আইসিসি। কিন্তু দেশে করোনার বর্তমান যা পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে এক মাসের মধ্যে ছবিটা আমূল পরিমাণে বদলে যাবে, এমন সম্ভাবনা প্রায় নেই। বোর্ডের এক অন্যতম শীর্ষ কর্তা বলেছেন যে, ‘যদি এই মুহূর্তের কথা ধরেন, তা হলে এখনও এক লাখেরও বেশি সংক্রমিত হচ্ছে দিনে। সেখানে ২৮ জুন নাগাদ  ভারতেই বিশ্বকাপ হবে, একথা জোর দিয়ে এই ঘোষণা করতে পারবেন! যদি করোনার তৃতীয় ঢেউ আসে, তা হলে অক্টোবর-নভেম্বরে দেশের অবস্থা কী থাকবে, সেটা কে বলতে পারবে?’আরও একটা প্রশ্ন আছে। তবে বোর্ড এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সময় আসলেই পুরো চিত্রটা আরও পরিষ্কার হয়ে উঠবে সকলের কাছে।

Post a Comment

0 Comments