India srilanka test series |
আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেন নতুন বা হাতি বোলার। শ্রীলঙ্কা সফরে ভারতের ৬ নতুন খেলোয়াড় নির্বাচন করা হয়েছে, যাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত অভিষেক হয়নি। সেই তালিকায় নাম রয়েছে চেতন সাকারিয়ার ও। তিনি তার কঠোর পরিশ্রমের দ্বারা ভারতীয় ক্রিকেট দলের নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। জানা যায় এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এবং অন্যদিকে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন ভুবনেশ্বর কুমার।
আইপিএল নিলামে চেতন সাকারিয়াকে ১.২ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়ালস। জানা যায়,আইপিএল শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই চেতনের ছোটো ভাই আত্মহত্যা করেছিলেন। আর টুর্নামেন্ট শেষ হওয়ার পর তাঁর বাবাও মারা যান। ২৩ বছর বয়সি সাকারিয়া ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে যায়, এবং পুনরায় তাঁর জীবনে খুশির ঝলক দেখা যায়। ভারতীয় ক্রিকেট দলে তাঁর এই নির্বাচনকে চেতন প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাকারিয়া বললেন যে, "ইশ! এই সবকিছু দেখার জন্য যদি আজ আমার বাবা বেঁচে থাকতেন। আমি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলি, উনি সবসময় এটাই চাইতেন। আজ আমি বাবাকে খুব মিস করছি। গত এক বছরে ভগবান আমার জীবনে প্রচুর চড়াই-উতরাই দিয়েছেন। এই যাত্রাটা আমার কাছে খুবই আবেগপ্রবণ।" বর্তমানে চেতন MRF পেস ফাউন্ডেশনে নিজের বোলিং এর মাধ্যমে জায়গা তৈরি করে নিয়েছে।চেতন এই মুহূর্তে চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে(MRF Pace Foundation) অনুশীলন করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘এটা দেখার জন্য আমার বাবা থাকলে কত ভালো হতো। আজ আমি ওঁনাকে খুব মিস করছি। ঈশ্বর আমায় এই এক বছরে অনেক ওঠাপড়া সন্মুখীন করেছেন। এখনও পর্যন্ত আমার এই বছরটা খুবই আবেগপ্রবণ কেটেছে। আমি নিজের ভাইকে হারানোর একমাস পর আইপিএল চুক্তি(IPL Contract) পাই। গত মাসে বাবাকেও হারাই। আর এখন জাতীয় দলে সুযোগ পেলাম। বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন আমি টানা সাতদিন সেখানে ছিলাম। বাবার না থাকাটা একটা অপূরণীয় শূন্যতা। আমি আমার জাতীয় দলের সুযোগ পাওয়াটা বাবা-মা’কে উৎসর্গ করছি, যাঁরা আমায় সবসময় ক্রিকেট খেলায় সমর্থন করেছেন’।
আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেন। শ্রীলঙ্কা সফরে ভারতের ৬ নতুন খেলোয়াড় নির্বাচন করা হয়েছে(indian team for srilanka series)এই বছরটি এখনও পর্যন্ত চেতনের জন্য খুবই কঠিন কেটেছে। আইপিএল নিলামে চেতন সাকারিয়াকে ১.২ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। আইপিএল শুরু হওয়ার আগেই চেতনের ছোটো ভাই আত্মহত্যা করেছিলেন। আর টুর্নামেন্ট শেষ হওয়ার পর তাঁর বাবাও মারা যান। ২৩ বছর বয়সি সাকারিয়া ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে যারপরনাই খুশি। ভারতীয় ক্রিকেট দলে তাঁর এই নির্বাচনকে চেতন প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন।, যাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত অভিষেক হয়নি। সেই তালিকায় নাম রয়েছে চেতন সাকারিয়ার। এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। অন্যদিকে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন ভুবনেশ্বর কুমার।
"গত কয়েকটা মাস আমার কাছে খুবই আবেগপ্রবণ ছিল"
একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাকারিয়া বললেন, "ইশ! এই সবকিছু দেখার জন্য যদি আজ আমার বাবা বেঁচে থাকতেন। আমি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলি, উনি সবসময় এটাই চাইতেন। আজ আমি বাবাকে খুব মিস করছি। গত এক বছরে ভগবান আমার জীবনে প্রচুর চড়াই-উতরাই দিয়েছেন। এই যাত্রাটা আমার কাছে খুবই আবেগপ্রবণ।" বর্তমানে চেতন MRF পেস ফাউন্ডেশনে নিজের বোলিং পারফরম্যান্স আরও শানিত করছেন।
তিনি আরো বলেছেন যে," আমি আমার সমস্ত সফলতা আমার প্রয়াত বাবা এবং মা'কে উৎসর্গ করতে চাই"
ভারতীয় ক্রিকেট দল আগামী ১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করবে।(test series India vs srilank)এর পরপরই শুরু হবে টি-২০ সিরিজ। সাকারিয়া বললেন, "আমি নিজের ছোটো ভাইকে হারিয়েছি। এর একমাস পর আমি আইপিএল টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হই। গত মাসেই আমার বাবা মারা গেছেন। এবার আমি ভারতীয় ক্রিকেট দলে খেলার ডাক পাই। জীবন অনেক উতার চড়ার মধ্যে দিয়ে গেছে। আমার যখন জীবন এবং মৃত্যুর মাঝখানে লড়াই করছিলেন, সেই সময় একটা সপ্তাহ হাসপাতালে আমি বাবার সঙ্গেই ছিলাম। আমার জীবনের এই ক্ষতি হয়ত কোনওদিনও পূরণ হবে না। এই খুশির মুহূর্তটা আমি প্রয়াত বাবা এবং মা'কে উৎসর্গ করতে চাই। ওরাই আমাকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছিলেন।"
ভারতীয় এ দলের হয়ে আগে কখনও ক্রিকেট খেলেননি সাকারিয়া। আইপিএল ২০২১ মরশুমে অসাধারণ পারফরম্যান্সের দৌলতে নির্বাচকেরা তাঁকে শ্রীলঙ্কা সফরে ভারতের হয় খেলার সুযোগ দেন। সাকারিয়া একথাও বললেন যে, "আইপিএল টুর্নামন্টের পর লোকজন আমাকে নিয়ে যেভাবে আলোচনা করতে শুরু করেছিল, তাতে আমার মনে হয়েছিল যে এবার হয়ত ভারতীয় ক্রিকেট দলে নেট বোলার হিসেবে সুযোগ পাব। শ্রীলঙ্কা সফরে যে খেলার সুযোগ পাব, এমন প্রত্যাশাও আমি করিনি। তবে এই খেলায় আমি নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।"
0 Comments