পাক ক্রিকেটারের স্ত্রীর মন কাড়লেন ‘ব্যাটসম্যান ’Virat Kohli দেখুন পোস্ট

ক্রিকবাংলা ডেস্ক (CricBangla) :- বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি king of cricket। তাঁর খেলার স্টাইল, টেকনিকের ফ্যান প্রাক্তন থেকে বর্তমান আজ সকলেই। ব্যাট হাতে তাঁর রেকর্ডও গোটা বিশ্বকে আকর্ষিত করেছে। কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গেও তাঁর তুলনা হয়েছে তার পারফরম্যান্স কে একাধিকবার। পড়শি দেশ পাকিস্তানেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। হ্যাঁ, কথা হচ্ছে বিরাট কোহলির। এবার জানা গেল, পাক ক্রিকেটারের স্ত্রীয়ের মনও কেড়েছেন সেই বিরাট কোহলি (Virat Kohli)।
king of cricket
king of cricket

এটা কোনোরকম এর গুজব নয় একেবারে সত্যি কথা। কারণ পাকিস্তানের তারকার স্ত্রী নিজেই সে কথা জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়ার মাধমে। বিষয়টি তাহলে আরও একটু পরিষ্কার ভাবে বলা যাক। পাক মিডিয়াম পেসার হাসান আলির স্ত্রী শামিয়া আর্জু সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নিজের মনের কথা। শামিয়া আলি আসলে ছিলেন এক ভারতীয় নাগরিক। ২০১৯ সালে হাসান আলির সঙ্গে চারহাত এক হয় তাঁর। এবং তিনি হরিয়ানা কন্যা বিয়ের আগে আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু দুবাইয়ে গিয়ে হাসানের সঙ্গে সাক্ষাৎ হতেই বদলে যায় জীবনের ধারা। অল্প বয়সেই বন্ধুত্ব দ্রুত বদলে যায় ভালবাসায়। তারপরই বিয়ে সেরে ফেলেন তাঁরা।

বরাবরই ক্রিকেটের প্রতি অধীর  আগ্রহ ও ভালবাসা রয়েছে শামিয়ার। ভারত-পাক দ্বৈরথ হলে তো কোনো কথাই নেই। চোখ আটকে থাকে টিভির পর্দায়। সেই শামিয়ার কাছেই এক সোশ্যাল মিডিয়ায় জানতে চাওয়া হয়েছিল তাঁর পছন্দের তারকারা কারা। তাঁর ফেভারিট বোলার যে নিশ্চয়ই তাঁর স্বামীই হবেন, এ নিয়ে কোনও সন্দেহ ছিল না নেটিজেনদের মনে। কিন্তু ফেভারিট ব্যাটসম্যান কে? সেই উত্তরেই সোজাসাপটা ভারত অধিনায়কের নাম লিখে দেন শামিয়া।যা  অনেককে অবাক এর চুড়াই পৌঁছে দেয়

তাঁর উত্তর দেখে অনেকেই বেশ অবাক হন। কারণ নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছিল যে, হয়তো কোনও পাক তারকার নাম হয়তো বলবেন তিনি। কিন্তু তাদের পুরোপুরি ভুল প্রমান করে ভারতীয় ক্যাপ্টেনকেই যে তাঁর পছন্দ হরিয়ানার তরুণীর, তা নির্দ্বিধায় জানিয়ে দেন তিনি সোশ্যাল মিডিয়ার। যদিও এনিয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলির কোনও রকম পাওয়া যায়নি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দলের তারকার স্ত্রীর মনেও যে তিনিই বিরাজমান, এবং নেটিজেনরা মনে করেন যে এই বিষয় জেনে নিঃসন্দেহে খুশিই হবেন কোহলি।
king-of-cricket-Virat-Kohli-won-pak-crickter-wife-mind

Post a Comment

0 Comments