Kapil Dev vs ravi shastri nk- রবি শাস্ত্র বিরুদ্ধে মন্তব্য করলেন গান

ক্রিক - বাংলা ডেস্ক(CricBangla) :- ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। যদিও ফাইনালে প্রথম একাদশে ছিলেন না শাস্ত্রী। যদিও ভারতের হয়ে দীর্ঘ দিন ক্রিকেট খেলেছেন রবি শাস্ত্রী।

Kapil Dev vs ravi shastri


কিন্তু বর্তমান ভারতীয় দলের কোচ প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেন, 'রবি শাস্ত্রীর কোনও প্রতিভা ছাড়াই দেশের হয়ে খেলেছিলেন রবি শাস্ত্রী! বিরাটের হেড স্যারকে কপিল দেবের প্রশংসার সুইং , 
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটে তার মন্তব্যের মর্যাদাই আলাদা। এবার একদা তার সতীর্থ ও বর্তমান ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে নিয়ে মুখ খুললেন কপিল দেব।
জানা যায় প্রতিভা ছাড়াই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে রাজত্ব করেছেন, বলা ভাল খেলেগেছেন রবি শাস্ত্রী। বিরাট কোহলিদের বর্তমান কোচকে নিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব। তাঁর মতে কোনও প্রতিভা ছাড়াই দীর্ঘদিন বাইশ গজে খেলেগেছেন শাস্ত্রী। সেই কারণেই শাস্ত্রীকে কুর্নিশ জানাতে ভোলেননি কপিল দেব। রবি শাস্ত্রীর পাশাপাশি অনিল কুম্বলেকেও একই কারণের জন্য প্রশংসা করলেন কপিল দেব।   
একটি বই উদ্বোধন করতে এসে কপিল জানান, ‘শাস্ত্রী এমন একজন ক্রিকেটার যার কোনও প্রতিভা ছিল না। কিন্তু ভারতের হয়ে দীর্ঘ দিন খেলেছে। এটা প্রশংসনীয়। মাঠে চমৎকার ঘটানোর ক্ষমতা ছিল ওর। দুই ধরনের ক্রিকেটার আছে। কেউ হয় প্রচণ্ড প্রতিভাবান অথচ নিজেকে মেলে ধরতে পারে না। প্রথমত কেউ কেউ প্রতিভা নিয়ে আসে না, আবার অথচ এমনও প্লেয়ার আছে যারা বহু দিন ধরে খেলে যায়।’ 
কী কারণে রবি শাস্ত্রী মাঠে এসে শুধুই বল নষ্ট করতেন। সেই সময় যারা খেলা দেখতেনতাদের মনে হয়তো এই প্রশ্নটা করতেই পারে। এদিন কপিল দেব যেন সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দিলেন। বিরাট কোহলিদের হেড স্যারের সম্বন্ধে বলতে গিয়ে কপিল বলেন, ‘শাস্ত্রীর মধ্যে ভাল কিছু করার জেদ ছিল। দলের সম্পদ ছিলও। আমরা বলতাম ও যদি ৩০ ওভার খেলে ১০ রান করে, তাতেও কোনও ক্ষতি নেই। তবে টানা ৩০ ওভার খেলাই বিশাল ব্যাপার। বল পুরনো হয়ে গেলে তখন রান করাও অনেকটাই সহজ হয়ে যায়।’ 
সূত্রের খবর অনুযায়ী, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী ,একসময় ভারতের হয়ে তিনি ৮০টি টেস্ট খেলেছেন শাস্ত্রী। করেছেন ৩৮৩০ রান এবং নিয়েছেন ১৫১টি উইকেট। একদিনের ক্রিকেটে ১৫০টি ম্যাচ খেলে করেছেন ৩১০৮ রান এবং নিয়েছেন ১২৯টি উইকেট। অলরাউন্ডার হিসেবেও শাস্ত্রী বেশ কিছু ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। কপিল দেব জানান তিনি রবি শাস্ত্রীকে বলেছিলেন যে তাঁর মধ্যে কোনও প্রতিভা নেই। কপিল একথাও বলেন যে, ‘আমি শাস্ত্রীকেও বলেছি যে ওর কোনও প্রতিভা নেই। সেই জন্যই আমি ওর প্রশংসা করি। খুব ভাল অ্যাথলিটও নয় ও। আরেকজন হচ্ছে অনিল কুম্বলে। ও অ্যাথলিট ছিল না, কিন্তু কী , তার মধ্যে ছিল অসাধারণ পারফরমেন্স ক্ষমতা। আমি মনে করি, ওর থেকে ভাল কেউ নেই।
কপিল দেব আরো বলেন যে , রবি শাস্ত্রীর সমালোচনা নয়, বরং প্রশংসা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন কপিল দেব। তার মতে শাস্ত্রীর কিছু করে দেখানোর ইচ্ছে অদম্য জেদ এরো প্রশংসা করেন কাপিল দেব।
১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেসের মতো বিশ্ব কাপের মানের প্রতিযোগিতয় ভারতে শুধু চ্যাম্পিয়ন করাই নয়, এমনকি ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন রবি শাস্ত্রী।

Post a Comment

0 Comments