world test championship final)
। তবে এবার তার আগে একদিকে যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। কিন্তূ অপরদিকে, সেই অনুশীলনেই নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে বিরাট কোহলির দলও বুঝিয়ে দিচ্ছে মহারণের জন্য তারা পুরোপুরি তৈরি রয়েছে। অনুশীলনে কোনও রকম খামতি রাখছে ভারতীয় ক্রিকেট দল। সেই অনুশীলনের এক টুকরো চিত্র বা ভিডিও তা ট্যুইটারের মাধ্যমে নেট জগতের কাছে তুলে ধরেছে বিসিসিআই। IND vs NZ WTC FINAL |
ind vs nz score live দেখতে চোখ রাখুন Cricbangla
এদিন গত শুক্রবার প্রথমে নেট প্র্যাকটিসের পর দলের খেলোয়াড়রা নিজেরাই দুটি দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল।সেই ছবি টুইটারের মাধ্যমে শেয়ার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং তারপর শনিবার ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচের ভিডিও শেয়ার করল বিসিসিআই। যেই ভিডিওতে দেখা গেল চুটিয়ে ব্যাটিং অনুশীলন করছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারারা। ভিডিওতে বিশেষ করে নজরকাড়া অনুশীলন ম্যাচে একের পর এক বিগ হিট করে সকলের নজর কাড়লেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।
তবে কিন্তু শুধু ব্যাটসম্যানরাই নয়, নিজেদের মধ্যে ম্যাচে বোলিং এর মাধ্যমে আগুন ঝড়ালেন মহম্মদ শামি, ইশান্তি শর্মা,জসসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ সহ অন্যান্য ক্রিকেটাররা। স্পিনের ভেলকি দেখালেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অনুশীলন ম্যাচের ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারদের ভিন্ন ছোট-বড় ভুল ত্রুটি শুধরে দিলেন বিরাটদের হেডস্যার রবি শাস্তি, বোলিং কোচ ভরত অরুণ। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ দিন আগে থেকেই পুরোপুরি ভাবে আত্মবিশ্বাসেভরপুর রয়েছে ভারতীয় দল অর্থাৎ বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
এছাড়াও আরও পড়ুন> Ms Dhoni net worth in rupees-ms dhoni,birthday,wife,house,daughter
আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ইতিমধ্যেই মেগা ফাইনালকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে চড়ছে উন্মাদনার পারদ। ফাইনালের মঙ্গলবার ফাইনালেরজন্য দল ঘোষণা করল ভারত-নিউজিল্যান্ড(IND vs NZ) দুই দল। উভয় দলেই রয়েছে চমক। চলুন দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও নিউজিল্যান্ড দলে কার থাকল দলে আর কারা পড়ল বাদ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে আজ এই মর্মে বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। জানা যায় এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে চলেছেন রোহিত শর্মা এবং শুভমান গিল। যদিও কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালও ভারতীয় স্কোয়াডে ছিলেন, কিন্তু, এবার তাঁরা এই ১৫ সদস্যের দলে সুযোগ পাননি। ইতিমধ্যেই এই ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে কারা ওপেন করতে চলেছেন, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েই গিয়েছিল। শেষপর্যন্ত ভারতের ওপেনিং জুটির দায়িত্ব কোন কোন ব্যাটসম্যান পালন করবেন, সেটা নিশ্চিত রচনা করলো বিসিসিআই।
গত মঙ্গলবার (১৫ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) একটি টুইট করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। খুব স্বাভাবিকভাবে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। জানা যায় দলে ব্যাটসম্যান ও ২ উইকেট কিপার সহ ৮ জন ও রয়েছে ৫ জোরে বোলার ও ২ স্পিনার।
* এক নজরে দেখে নেওয়া যাক ১৫ জনের টিমে কে কে রয়েছেন - রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।
ইতিমধ্যে নিউজিল্যান্ডও ইংল্যান্ডের বিরুদ্ধে ও বেশ চনমনে রয়েছে। আজ সকালে নিউজিল্যান্ড ও তাদের ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে।
অপরদিকে, ফাইনালের আগে চোটমুক্ত ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড (NZ Caption) অধিনায়ক কেন উইবলিয়ামসনকে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে কোন রকম অসুবিধা নেই কিউই অধিনায়কের।
ind vs nz live score today দেখতে চোখ রাখুন Cricbangla
এছাড়াও খবর সূত্রে জানা যায়, নিউজিল্যান্ড দলে ব্য়াটসম্য়ানদের তালিকায় থাকছেন ডেভন কনওয়ে, টম ল্যাথাম, রস টেলর, উইল ইয়ং, হেনরি নিকোলস। এর মধ্যে কনওয়ে ও ল্যাথাম সামলাবেন ওপেনিংয়ের দায়িত্ব। বাকিরা সামলাবেন মিডল অর্ডারের দায়িত্ব।এবং এছাড়া দলে দুজন উইকেট রক্ষক-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন টম ব্লাণ্ডেল ও বি জে ওয়াটলিং। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।
এছাড়াও আরও পড়ুন> The King of cricket Virat Kohli Biography
"এছাড়াও আপনি চাইলে কোন প্লেয়ার এর জীবন কাহিনী লিখে আমাদের পাঠাতে পারেন আপনার লেখা আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে লেখা পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায়"
Send Your Massage > Right Now
0 Comments