মহেন্দ্র সিং ধোনির জীবনী | Ms Dhoni net worth in rupees-ms dhoni,birthday,wife,house,daughter

Today's post discusses the biography of Mahendra Singh Dhoni (MS Dhoni) In Bengali

I have highlighted through today's post are shots ms dhoni birthday,mahendra singh dhoni house,ms dhoni house,ms dhoni first love,ms dhoni wife,ms dhoni wife age,ms dhoni priyanka jha,ms dhoni family ,mahendra singh dhoni family,ms dhoni net worth,ms dhoni net worth in rupees,ms dhoni daughter,ms dhoni bike housecollection,ms dhoni brother,ms dhoni sister

MS Dhoni biography In Bengali

ক্রিক - বাংলা ডেক্স(CricBangla) :- ভারতের ক্রিকেট ইতিহাসে সে কাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তথা ক্যাপ্টেন যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি Mahendra Singh Dhoni (MS Dhoni)| তাঁর ক্রিকেট প্রতিভার কথা ভারত তথা গোটা বিশ্বের এমন কোনো মানুষ নেই যে জানেন না | রাঁচির এক অল্প পরিচিত অঞ্চলের একটি মধ্যবিত্ত ঘরের ছোট্ট ছেলে যে ভবিষ্যতে ভারতের মুখ উজ্জ্বল করবে সেটা অনেকে হয়তো কল্পনাও করতে পারেননি |যিনি তাঁর খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত। এমএস ধোনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলোয়াড়, যা তার অবিশ্বাস্য কীর্তির জন্য পরিচিত।

আজকে আমরা সেই মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফি(ms dhoni biography)জীবনী নিয়ে আলোচনা করব। যেখানে আমরা মহেন্দ্র সিং ধোনি, তিনি কত টাকা ইনকাম করেন(ms dhoni net worth),তার টাকার মূল্য ভারতে(ms dhoni net worth in rupees)এবং তার ফ্যামিলিতে কে কে আছে(ms dhoni family) তিনি কীভাবে মহেন্দ্র সিং হয়ে উঠলেন, তার বাড়ি কোথায়(mahendra singh dhoni house) এবং তার ভাই-বোন বলতে কে আছে মহেন্দ্র সিং এর বাড়ি তে কতগুলি বাইক কালেকশন আছে এই সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই পোস্টে, তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন মহেন্দ্র সিং ধোনির জীবনী সম্পর্কে জানতে

এমএস ধোনি একজন অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড় ছাড়াও একজন সম্মানিত ও শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার যিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছেন।মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলায় নিজের দেশ ভারতে খ্যাতি অর্জন করেছেন। তিনি আজ যেখানে রয়েছেন সেই পর্যায়ে পৌঁছতে তিনি তার জীবনে অনেক লড়াই করেছিলেন এবং এই সংগ্রামের কারণে তিনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন।

তবে  বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কোনো ক্রিকেটীয় সন্মান নেই যা আজ তার ঝুলিতে নেই, সেটা বিশ্বকাপ জয়ই হোক কিংবা আই.পি.এলে জয় | প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি উড়িয়েছেন তার বিজয় পতাকা | সেইজন্যই তো, তিনি হচ্ছেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠতম ও জনপ্রিয় অধিনায়ক |

* ধোনির শৈশব থেকে কৈশোর জীবন জীবন(MS Dhoni childhood Life) :-  সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক তথা  মহেন্দ্র সিং ধোনির ms dhoni childhood story জন্ম হয় ৭ই জুলাই ১৯৮১ সালে ms dhoni birthday, বর্তমান ঝাড়খন্ড অঞ্চলের রাঁচি শহরে | তার বাবার নাম হলো পান সিং এবং মায়ের নাম দেবকী সিং |

ms dhoni childhood images
ms dhoni childhood photos

MS Dhoni childhood house তাঁর বাবার আসল বাড়ি ছিলো উত্তরাখন্ডের আলমোড়া জেলার লাওলি গ্রামে কিন্তু যখন তিনি রাঁচিতে মেকন লিমিটেডে জুনিয়র ম্যানেজারের পদে চাকরি পান, তখন তিনি তার পরিবারকে নিয়ে সেখানে চলে আসেন ঝাড়খন্ড এবং সেখানেই পরবর্তীতে বসবাস করতে শুরু করেন |
তাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ছিলো ৫জন |তার বড় দাদা নরেন্দ্র সিং এবং দিদি জয়ন্তী দেবীই ছিলেন তাঁর ছোটবেলার খেলার সঙ্গী |

তুমি কি এটা জানো, ধোনি কেন আগে বড় চুল রাখতেন? আশা করি তুমি তাকে বড় এবং লম্বা চুলেই খেলতে দেখেছো অনেক আগে কিন্তু এর পিছনের কারণ হয়তো এখনো অনেকরই অজানা।
মহেন্দ্র সিং ধোনির বড় এবং লম্বা চুল রাখার পিছনে বলিউড তারকা জন আব্রাহামের বিশেষ ভূমিকা রয়েছে কারণ তিনিও আগে লম্বা চুলই রাখতেন যেটা তুমি আশা করি নিশ্চই তার “ধুম” সিনামাতে অবশ্যই লক্ষ্য করেছ | আর ধোনির সেইসময়ের পছন্দের বলিউড তারকাদের মধ্যে যেহেতু জন আব্রাহাম ছিলেন তার সবচেয়ে ফেভারিট তারকা ছিলেন, তাই তাকেই অনুকরণ করে তিনি লম্বা চুল রাখা শুরু করেন এবং পাশাপাশি বাইক চালানোও শুরু করেন |
ms dhoni old photo
ms dhoni old hair style

বর্তমানে তার বাড়ির গ্যারেজে চারটি গাড়ি ও ২৩টি উচ্চ গতির মোটরসাইকেল আছে বলে  শোনা যায় |

* মহেন্দ্র সিং ধোনির শিক্ষাজীবন (MS Dhoni education)  :-   জানা যায় মহেন্দ্র সিং ধোনির প্রাথমিক শিক্ষা শুরু হয় ডিএভি জহর বিদ্যা মন্দির থেকে | সেখানেই তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা শুরু করেন এবং পাশাপাশি তিনি স্কুলের ফুটবল একাডেমিতে যোগ দেন আর সেখানে একজন গোলরক্ষক হিসাবে খেলতে থাকেন |
ms dhoni student life photo
ms dhoni student life photo



(MS Dhoni education biography)তুমি হয়তো জেনে অবাক হবে যে, তিনি কিন্তু এক সময়ে ফুটবল জেলা এবং ক্লাবপর্যায়ের হয়েও খেলেছিলেন | কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার সেই ফুটবল খেলাকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি, কারণ তাঁর ফুটবল কোচ তাকে ফুটবল খেলা অপেক্ষা ক্রিকেট খেলা খেলানোর প্রতি বেশি অনুপ্রাণিত করা শুরু করেন |অবশ্য এর পেছনে যথেষ্ট কারণ দেখেছিলেন তার কোচ।
তবে কথাটা হাস্যকর লাগলেও, এটাই সত্যি | হয়তো তিনি সেদিন বুঝতে পেরেছিলেন, তার প্রিয় ছাত্র মাহির মধ্যে দুর্দান্তু ক্রিকেট প্রতিভা লুকিয়ে আছে |
ms dhoni school life
ms dhoni school life

এবং এরপর(MS Dhoni education qualification) তিনি অবশেষে স্যারের কথা মতো স্থানীয় একটা ক্রিকেট ক্লাবে যোগদান করেন এবং তারপর সেখানেই ক্রিকেট খেলা শিখতে থাকেন | অন্যদিকে ধীরে ধীরে তার স্কুল শিক্ষাও শেষ হতে থাকে এবং গ্র্যাজুয়েশান করার জন্য তিনি ভর্তি হন রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজে | তবে ক্রিকেটের জন্য এই কিংবদন্তি ক্রিকেটারকে তাঁর পড়াশোনার সাথে আপস করতে হয়েছিল, তাই দ্বাদশ পরে তিনি পড়াশোনা ছেড়ে দেন। ক্রিকেট খেলা আরো মনোযোগ দিয়ে শেখার জন্য এবং সেটাকে নিয়ে এগোনোর জন্য তিনি সেই গ্র্যাজুয়েশান কোর্সকে সম্পূর্ণ করতে পারেননি ও মাঝপথেই সেটা নিয়ে তাকে পড়াশোনা করা ছেড়ে দিতে হয়|

*ধোনির ক্যারিয়ারের প্রথম জীবন Ms Dhoni cricket Career:-  ধোনি মাত্র ১৮ বছর বয়সে ঝারখন্ড ms dhoni cricket academy ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন ১৯৯৯ সালে | আর অভিষেক ম্যাচেই তিনি ৬৮ রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন ।সেই গোটা মরশুমে তিনি মাত্র ৫টা ম্যাচ খেলার সুযোগ পান করেন এবং সর্বমোট রান করেন ২৮৩
MS Dhoni at an inter-school tournament in 1997
 MS Dhoni at an inter-school tournament in 1997

এবং জানা যায় পরবর্তী মরশুমে তিনি আরো নিজেকে উন্নত করেন এবং বেঙ্গল ক্রিকেট দলের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি রঞ্জি ট্রফিতে ৩৫০ এরও বেশি রান করেন | এরপর ২০০৩-২০০৪ সালে রঞ্জি ওডিআই ট্রফিতে আসামের বিপক্ষে প্রথম খেলায় অপরাজিত ১২৮ রান করেন ও ইস্ট জোন ক্রিকেট দলের পক্ষে ৪ ম্যাচে ২৪৪ রান করে দেওধর ট্রফি জয়ে ব্যাপক ভূমিকা রাখেন ধোনি।সেই বছরই রঞ্জিতে দারুন খেলার জন্য, তাকে ভারতীয় “এ” দলে নির্বাচন করা হয় এবং তিনি সেই সুবাদে জিম্বাবুয়ে সফরে যান | হারারে স্পোর্টস ক্লাব মাঠে আয়াজিত জিম্বাবুয়ে একাদশের বিরুদ্ধে ধোনি তার সেরা সাফল্য হিসেবে ৭টা ক্যাচ ধরেন ও ৪টে স্ট্যাম্পি আউট করেন |
ms dhoni first test match
ms dhoni first test match

MS Dhoni career start এরপর আসে সেই বিশেষ দিন যেইদিন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ভারতের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান | তারিখটা ছিলো ২৩শে ডিসেম্বর, ২০০৪ সাল | বাংলাদেশের বিরুদ্ধে সেদিন ভারতীয় দল খেলতে নামে চিটাগং স্টেডিয়ামে | কিন্তু সেই অভিষেক ম্যাচে তিনি শূন্য রান করেন এবং রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান 
ms dhoni first win as captain
ms dhoni first win test match

পরে অবশ্য বাকি ম্যাচ গুলোয় তিনি দুর্দান্ত খেলেন এবং একথাও জানা যায় যে,দেখতে দেখতে তার ঠিক পরের বছর অর্থাৎ ২০০৫ সালে তিনি ওডিআই টিমের indian cricket team পাশাপাশি ভারতের টেস্ট টিমেও জায়গা করে নেন | টেস্টে ক্রিকেটে তার মোট রান হলো ৪৭৮৬ রান |এরপরই ঠিক ২০০৭ সালে, যেই বছর তিনি ভারতের হয়ে অধিনায়কত্ব করার দায়িত্ব পান(ms dhoni indian cricket team captain) ওয়ানডে এবং টেস্ট উভয় ফর্ম্যাটেই |
ms dhoni first win as captain
ms dhoni first match
* ধোনির সফলতা লাভের পরের জীবন :-   তারপর যা হয় তা হয়তো তোমার সকলেরই জানাই | ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত এরপর জয়লাভ করে, তারপর ২০১১ সালে আবার একদিনের ক্রিকেটেও বিশ্বকাপ জয় করে ভারত | সেইসাথে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় ও টেস্ট ক্রিকেটে ১নং রাঙ্কিং তার সৌজন্যেই আসে ভারতের ঝুলিতে | এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে তিনবার আইপিএল জয় তো আছেই তার অধিনায়কত্বে|

সব মিলিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠেন সর্বকালের শ্রেষ্ঠতম ও জনপ্রিয় অধিনায়ক |
১. ৩১ অক্টোবর, ২০০৫ তারিখে ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে সয়াই মানসিংহ স্টেডিয়ামে ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান করেন যা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান |

২. ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় উইকেট-রক্ষক হিসেবে সবচেয়ে কম ৯৩ বলে ১৪৮ রান করে ধোনি তার ১ম সেঞ্চুরি করেন।
৩. ২১ অক্টোবর, ২০০৮ সালে ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল প্রথমবার তাদের ক্রিকেটে ইতিহাসে ৩২০ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।
৪. ৫০টা ম্যাচ খেলা ভারতীয়দের মধ্যে ধোনির রানের গড়ই সর্বোচ্চ । এছাড়াও, ধোনির ব্যাটিং গড় একদিনের ক্রিকেটে উইকেট-রক্ষকদের মধ্যেও সর্বোচ্চ ।

৫. ইংল্যান্ডের বিপক্ষে ২রা সেপ্টেম্বর, ২০০৭ তারিখে অনুষ্ঠিত খেলায় ৫টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং করে ধোনি ভারতীয় উইকেট-রক্ষক হিসেবে প্রথম এবং অ্যাডাম গিলক্রিস্টের সাথে যৌথভাবে বিশ্বরেকর্ডধারী খেলোয়াড়ের মর্যাদা পান ।

6. ভারতীয় খেলোয়াড় হিসেবে ধোনি এক ইনিংসে সবচেয়ে বেশী ৬টি ক্যাচ লুফে নেন এপ্রিল, ২০০৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ।

৭. ক্যাপ্টেন হিসাবে সবচেয়ে বেশি টি-টুয়েন্টি ম্যাচ জয় |

৮. বিশ্ব ক্রিকেটের সেরা ম্যাচ ফিনিশার |

৯. ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ রান (২২৪*) |

১০. পৃথিবীর সর্বপ্রথম অধিনায়ক যিনি ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই ৫০ এর বেশি ম্যাচ খেলেছেন |

* মহেন্দ্র সিং ধোনির  ব্যক্তিগত জীবন বাঁ সম্পর্ক জিবন Mahendra Singh Dhoni relationship life:-

MS Dhoni relationship life মহেন্দ্র সিং ধোনির সেই রকমভাবে সম্পর্কের মধ্যে জড়িয়ে না পড়লেও তার সাক্সি মানে এখনকার WIFE এর সঙ্গে সম্পর্ক হওয়ার আগে
MS Dhoni first love তিনি সম্পর্ক করেছিলেন পিয়াংকা  ঝা (ms dhoni priyanka jha)সাথে তিনি এখন আর আমাদের মধ্যে নেই তিনি মারা গেছেন ২০০১ সালে
MS Dhoni first love
MS Dhoni with his late girlfriend, Priyanka Jha


Before Mahendra Singh Dhoni relation with Sakshi, Dhoni watch relationship with Priyanka Jha  she was expired in 2001
then Mahendra Singh Dhoni date with a actor she was a South Indian movies actor and name is Lakshmi Rai
এবং তিনি একজন অভিনেত্রী  সাথে  সম্পর্কে জড়িয়েছেন তিনি ছিলেন সাউথ ইন্ডিয়ান মুভি এক্টর নাম লক্সমী রায়
Laxmi Raai MS Dhoni Ex GF
Laxmi Raai with MS Dhoni

অবশেষে ৪ই জুলাই, ২০১০ সালে, কোলকাতার মেয়ে সাক্ষী রাওয়াতের সাথে মহেন্দ্র সিং ধোনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ms dhoni marriage life
ms dhoni sakshi marriage

MS Dhoni Daughter:-

বিয়ের ঠিক ৫ বছর পর অর্থাৎ ৬ই ফেব্রুয়ারী ২০১৫ সালে তাদের একটা কন্যা সন্তান হয়, যার তারা নাম রাখেন জিভা

Ziva most popular  girl  in India because she was daughter of MS Dhoni

Ms Dhoni Sister:-

Mahendra Singh Dhoni has a sister she is name is is jayanti Gupta and she was a only one girls who sister of MS Dhoni

মহেন্দ্র সিং ধোনির একটি বন রয়েছে যার নাম হল  জয়ন্তি গুপ্তা এবং তারা দুই ভাই এক বোন মহেন্দ্র সিং ধোনির একমাত্র বোন।

Ms Dhoni Sister jayanti Gupta


Ms Dhoni Brother:-

Also Mahendra Singh have a elder brother his name Narendra Singh Dhoni he was a politician of Samajwadi Party

মহেন্দ্র সিং ধোনির দুই ভাই তার বড় ভাইয়ের নাম হল নরেন্দ্র সিং ধোনি তিনি একজন পার্টির নেতা তিনি সমাজবাদী পার্টির নেতা হিসেবে পরিচিত
Ms Dhoni Brother Narendra singh dhoni
Ms Dhoni Brother Narendra singh dhoni




Group Photo of MS Dhoni Brother And Sister
Group Photo of MS Dhoni Brother And Sister


MS Dhoni brand ambassador মহেন্দ্র সিং ধোনির   ব্যান্ড পার্টনারশিপ:-

মহেন্দ্র সিং ধোনির নামিদামি বেশ কয়েকটি কোম্পানি বা ব্যান্ডের সাথে যুক্ত রয়েছে তার মধ্যে মস্ট পপুলার কয়েকটি ব্র্যান্ডের নাম আপনাদের সামনে তুলে ধরলাম

Most popular bands List MS Dhoni Ambassador

Reebok,GoDaddy, Bharat Matrimony,, Amity University, Oppo, Spartan Sports, Revital H, Aircel, TVS, Videocon D2h, Exide Life Insurance, Pepsico, Boost, State of Jharkhand, Mastercard India, Sumadhura, Snickers India, Seven, Zed Black Agarbattis, Gulf Oil India, Dream11,Cars24, Indian Terrain, RedBus, Colgate, Panerai, LivFast, Indigo Paints,  Sonata, Cello, Siyarams and India Cements,Orient, Netmeds.com, Sound Logic, WardWiz, SRMB Steel, Lava, Oreo, SportsFit by MS Dhoni,

Ms Dhoni net worth, ms dhoni net worth in rupees  Salary,বেতন ধোনির:-

আইপিএলে ধোনির মূল্য দাঁড়ায় 15core টাকা এবং তার মোট নেট উইডথ (ms dhoni net worth) হলো $103 মিলিয়ন

Mahendra Singh Dhoni House:-


2017 সালে তিনি তার প্রথম তৈরি করেন ms dhoni house যেটি তিনি নাম দেন কৈলাস পতি যেটা বানাতে সময় লেগেছে তিন বছর, এটি টোটাল 7 Acre এরিয়া জুড়ে অবস্থিত। ধ্বনি তার উপার্জনের বেশি টাকা এই বাড়ির পেছনে ব্যয় করেন

ms dhoni house
ms dhoni house



MS Dhoni- Hobbies and Interesta:-

তিনি পশু প্রেমিক তিনি কুকুর খুব ভালবাসেন এবং তার ফার্ম হাউস এর বিভিন্ন রকম পশু তিনি পালন  করেন।


এইসব এর পাশাপাশি তারা গাড়ির নেশা খুব আছে তিনি বিভিন্ন রকম বাইক চালাতে পছন্দ করেন এবং তার বাড়ির গ্যারেজে বিভিন্ন রকমের বাইকের কালেকশন পাওয়া যাবে এছাড়াও তিনি বিভিন্ন রকম অডি এবং বিভিন্ন রকম কার তার বাড়ির গ্যারেজে রয়েছে।
ms dhoni bike collection
ms dhoni bike collection
ms dhoni bike
ms dhoni bike

এইবার MS Dhoni ও Sakshi Singh 
 কিছু instgram পোস্ট এ দেখনিন তাঁদের বাড়ী, যেই যেই পশু তাঁদের বাড়ীতে রয়েছে,


Aslo Read:-The King of cricket Virat Kohli Biography in Bengali
"এছাড়াও আপনি চাইলে কোন প্লেয়ার এর জীবন কাহিনী লিখে আমাদের পাঠাতে পারেন আপনার লেখা আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে লেখা পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায়"

Send Your Massage  > Right Now



Post a Comment

0 Comments