সৌরভ গাঙ্গুলীর 25 বছরের রেকর্ড ভেঙ্গে দিলেনঃDevon Conway Breaks Sourav Ganguly 25-Year-Old world record

২৫ বছর পর ভাঙল সৌরভের রেকর্ড, ক্রিকেটের মক্কায় অভিষেক টেস্টে শতরান কিউই তারকার...(Sourav Ganguly news)

১৯৯৬ সালের লর্ডস এর মাঠে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ আজ ও প্রতি ভারতবাসীর মনে ছেপে রয়েছে। প্রতিকুল পরিস্থিতিতে অভিষেক হয়েছিল বেহালার 'ডাকাবুকো' বাঁ-হাতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটে। তারপরেরটা ইতিহাস হয়ে রয়ে যায় ক্রিকেটের পাতায়। ক্রিকেট তো সেদিনই বিশ্ব দেখেছিল। ইংল্যান্ডের পেস অ্যাটাককে সামলে কীভাবে অভিষেক টেস্ট সেঞ্চুরির বীর গাঁথা। একইসঙ্গে গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশ্ব আবির্ভাব ঘটেছে 'মহারাজের'। ২৫ বছর পর সেই কই স্থানে লর্ডসেই মাঠে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। আরও এক বাঁ-হাতি ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।

Devon Conway Breaks Sourav Ganguly’s 25-Year-Old world record

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হয় ওপেনার ডেভন কনওয়ের  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেন করতে নেমে এক দিক থেকে টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, রস টেলররা। এরপরই আউট হয়ে গেলেও নিজের ইনিংস চালিয়ে যান কনওয়ে। ব্রড, অ্যান্ডারসন, উড,...রবিনসনদের সামলে গড়তে থাকেন নিজের ইনিংস। ধৈর্যশীল ব্য়াটিংয়ের উদাহরণ দেন কনওয়ে। বেশ কিছু অনবদ্য শট খেলে নিজের শতরান পূরণ করেন ফেলেন তিনি। দিনের শেষে ১৩৬ রানে নট আউট থাকেন কনওয়ে। আর তাকে যোগ্য সঙ্গত দিয় ৪৬রানে নট আউট ছিলেন হেনরি নিকোলস। 

১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে ১৩১ রান করেছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন ভারত অধিনায়কের ১৩১ রান ছিল ইংরেজ ও সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে লর্ডসে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস যায় তার নামে । অর্থাৎ সৌরভের রেকর্ড ভেঙে দিলেন সৌরভের  কনওয়ে। কিউই তারকা তৃতীয় বিদেশী হিসেবে অভিষেক টেস্টে ক্রিকেটের মক্কায় শতরান পূর্ণ করলেন।১৮৯৩ সালে অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম, ১৯৯৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং ২০২১ সালে ডেভন কনওয়ে। লর্ডসে মোট ৬ ব্যাটসম্য়ান অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন, গ্রাহাম, সৌরভ ও কনওয়ে ছাড়া অপর তিন ব্যাটসম্হল ইংল্যান্ডের। তারা হলেন জন হ্যাম্পশায়ার, অ্যান্ড্রু স্ট্রস ও ম্যাট প্রায়র যারা লর্ডসের মাঠে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। 

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে । অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমে একের পর এক রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। সৌরভ গাঙ্গুলীর 25 বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি  প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে। এবার দ্বিতীয় ইনিংসে সেই একি রকম অবাক করা রেকর্ড তৈরি করলেন। এইবার তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড করলেন।

সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কেপলার ওয়েসেলসের রেকর্ড ভেঙ্গে দিলেন ডেভন কনওয়ে তিনি এই রেকর্ড ভেঙ্গে দেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সর্বাধিক রান করলেন তিনি।

ডেভন কনওয়ে প্রথম ইনিংসে খেলে যেই রান করে আউট হয়ে যান  সেতি হল ২০০ রান। এবং দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামেন সেই ম্যাচ এ মাত্র ২ রানে আউট হন তিনি।

সেই কারনে ডেভন কনওয়ে দুই ইনিংস মিলিয়ে মোট রান  হয় ২২৩। 1982 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ওয়েসেলস রান করেন ২১৮। এবার ওয়েসেলস  পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেভন কনওয়ে।

Post a Comment

0 Comments