রোহিতের জন্য অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট: King Kohli give captaincy to Rohit sharma

কিরণ মোরে নামটা সকলের কাছেই খুব পরিচিত তিনি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান ।

ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি বলেে যে বর্তমানে বিরাট কোহলি তিনটি ফরমেটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ।হয়তো বা চাপের কারনেই বিরাট কোহলি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।একটি সাক্ষাৎকারে বিরাট কোহলির সম্পর্কে কিরন মোরে বলেন, তিনি একজন দক্ষ অধিনায়ক। বিরাট কোহলি(King Of Cricket) সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির সহায়তায়। তিনটি ফরম্যাটের দায়িত্ব এক সঙ্গে সামলানো কঠিন হয়ে উঠতে পারে বিরাটের জন্য। হয়তো, মনে করা হচ্ছে রহিত শর্মাকে  পরে যে কোন একটি ফরম্যাটের দায়িত্ব দেওয়া হবে। বোর্ডের সিদ্ধান্তের ওপর  অনেক কিছু নির্ভর করছে। 

King Kholi give captaincy to rohit sharma


কোন সময় ভারতে দুইটি অধিনায়ক দেখা যায়নি। ভারতে সবসময়ই তিনটি ফরম্যাটে একজন অধিনায়কেই দেখা গেছে। কিরন মোরে মনে করেন, ভারতে যদি দ্বৈত অধিনায়ক ব্যবস্থা শুরু হয় তাহলে সেটা টিম ইন্ডিয়ার পক্ষেই ভালো হবে। 

তিনি বলেছেন, “বিরাট কোহলিকে ভালো অধিনায়কত্বের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়েও অনেক চাপ নিতে হয়। দলের জন্য বিরাট কোহলিকে প্রত্যেকটা ম্যাচেই ব্যাট হাতে নিতে হয় ও ভালো পারফরম্যান্স করতে হয়। মনে করা হচ্ছে সেই কারণেই বিরাট হয়তো বলবে যেকোনো একটা ফরমেটের অধিনায়ক দায়িত্ব নিক রোহিত। আশাকরি ইংল্যান্ড সফরের পরই এই ব্যাপারে জানতে পারবো।

এই দিকে বিরাট কোহলি নিজের জন্য সময় কাটাচ্ছেন মুম্বইতে শহরে বসে। ফুটবলের কথা ও ভারতীয় অধিনায়কদের মনে পড়ছে।  ২রা জুন কোহলী-সহ  ভারতীয় দল পাড়ি দেবে ইংল্যান্ডের উদ্দেশ্য। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে কোহলী খোঁজ নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে।
ইনস্টাগ্রামে এক কোহলি অনুরাগী  বিরাট কোহলিকে প্রশ্ন করেন,  গুগলে শেষ কী সম্বন্ধে লেখেন?তার উওরে বিরাট লেখেন, "রোনাল্ডোর দলবদলের সম্পর্কে"।কোহলীর(King Kohli) ফুটবলের প্রতি ভালবাসা কারোর অজানা নয়।কিছুদিন আগে গোলপোস্টে শট মারতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। সেই ভিডিয়ো দেখে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রি প্রশিক্ষণের পাঠ দেবেন কি না ?জিজ্ঞেস করেন বিরাট কোহলিকে।

এই মুহূর্তে  রোনাল্ডো জুভেন্তাস দলে রয়েছেন। আগামী সময়ে সেই দলের হয়ে খেলবেন কি না সেই নিয়ে প্রশ্ন রয়েছে তার কাছের মানুষদের মনে। কোহলীর মনেও যে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর আগেও এক সাক্ষাৎকারে কোহলি বলেন রোনাল্ডোই হলেন তাঁর প্রিয় ফুটবলার । পর্তুগিজ ফুটবলারের কর্মক্ষমতা ও কাজের প্রতি দায়বদ্ধতা মুগ্ধ করেছে ভারতীয় দলের অধিনায়কে।
 
Tag:- #King_Kohli #King Of Cricket #Virat_kholi #CricBangla

Post a Comment

0 Comments